Sandesh Jhingan

সন্দেশ যোগ দিলেন, ইস্টবেঙ্গলে জেজে

সন্দেশের মতো জেজেও গত মরসুমে চোটের কারণে খেলতে পারেননি। লাল-হলুদ জার্সিতে ফের নিজেকে প্রমাণ করতে চান তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২০ ০৪:৫৮
Share:

সন্দেশ জিঙ্গান ও জেজে লালপেখলুয়া। ছবি সংগৃহীত।

সন্দেশ জিঙ্গানের গোয়া পৌঁছে যাওয়ার দিনেই ইস্টবেঙ্গলে চূড়ান্ত জেজে লালপেখলুয়া।

Advertisement

আইএসএলের ১১তম দল হিসেবে চব্বিশ ঘণ্টা আগে এফএসডিএল সরকারি ভাবে ইস্টবেঙ্গলের নাম ঘোষণা করতেই দলগঠনের তৎপরতা শুরু হয়ে যায় লাল-হলুদ শিবিরে। ভারতীয় দলের প্রাক্তন স্ট্রাইকারের সঙ্গে দীর্ঘ দিন ধরেই কথাবার্তা চলছিল। সূত্রের খবর, সোমবার ইস্টবেঙ্গলকে পাকা কথা দিয়েছেন চেন্নাইয়িন এফসি-র হয়ে দু’বার আইএসএলে চ্যাম্পিয়ন হওয়া জেজে। কিছু আইনি জটিলতার কারণেই সরকারি ভাবে চুক্তি এখনও হয়নি। সন্দেশের মতো জেজেও গত মরসুমে চোটের কারণে খেলতে পারেননি। লাল-হলুদ জার্সিতে ফের নিজেকে প্রমাণ করতে চান তিনি।

সন্দেশও মরিয়া মাঠে ফিরতে। রেকর্ড অর্থে এটিকে-মোহনবাগানের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করার আটচল্লিশ ঘণ্টার মধ্যেই দলের সঙ্গে যোগ দিলেন তিনি। সোমবার দুপুরে গোয়া পৌঁছন সন্দেশ। দশ দিন এখন তাঁকে থাকতে হবে নিভৃতবাসে। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় জবি জাস্টিন অবশ্য এখনই দলের সঙ্গে যোগ দিচ্ছেন না। তবে নিভৃতবাসে থাকলেও এটিকে-মোহনবাগানের ফুটবলারদের ফিটনেস ট্রেনিং শুরু হয়ে গিয়েছে সোমবার থেকে। অনলাইনে অরিন্দম ভট্টাচার্য, প্রবীর দাসদের ক্লাস নিচ্ছেন ফিটনেস ট্রেনার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement