চ্যাম্পিয়ন সাম্যকের (বাঁ দিকে) সঙ্গে দিব্যেন্দু বড়ুয়া। ছবি: সংগৃহীত।
দাবায় আবার দাপট উত্তরবঙ্গের। পশ্চিমবঙ্গ সিনিয়র ওপেন দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন দার্জিলিঙের ছেলে সাম্যক ধারেওয়া। এ বার জাতীয় স্তরে এই রাজ্যের হয়ে লড়বেন তিনি। সাম্যকের সঙ্গে আরও তিন দাবাড়ু লড়বেন জাতীয় প্রতিযোগিতায়।
এ রাজ্যে এই প্রতিযোগিতার আয়োজন করেছিল ‘সারা বাংলা দাবা সংস্থা’। বিভিন্ন জেলা থেকে মোট ২৬০ জন দাবাড়ু অংশ নিয়েছিলেন এই প্রতিযোগিতায়। ১৬ থেকে ১৯ মে পর্যন্ত পূর্ব রেলের স্পোর্টস কমপ্লেক্সে হয়েছে প্রতিযোগিতা।
৯ রাউন্ডের খেলা শেষে ৮ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছেন সাম্যক। দ্বিতীয় স্থানে শেষ করেছেন কুণাল চট্টোপাধ্যায়। তিন ও চার নম্বরে শেষ করেছেন যথাক্রমে রূপম মুখোপাধ্যায় ও আলেখ্য মুখোপাধ্যায়। এই চার জন খেলবেন জাতীয় সিনিয়র ওপেন দাবা প্রতিযোগিতায়। জুলাই মাসে হবে সেই প্রতিযোগিতা।
সাম্যকোর হাতে পুরস্কার তুলে দেন ‘সারা বাংলা দাবা সংস্থা’র সভাপতি দিব্যেন্দু বড়ুয়া। এ রাজ্যের প্রথম গ্র্যান্ড মাস্টার আনন্দবাজার অনলাইনকে বললেন, “পশ্চিমবঙ্গে যে দাবায় প্রতিভার অভাব নেই তা এই প্রতিযোগিতা থেকে স্পষ্ট। এত এত দাবাড়ু অংশ নিচ্ছে। দাবায় আরও আগ্রহ দেখা যাচ্ছে। এর থেকেই বোঝা যাচ্ছে যে আমরা সঠিক দিকে এগোচ্ছি। যারা জিতেছে তাদের শুভেচ্ছা। আশা করছি জাতীয় স্তরে এ রাজ্যের মুখ ওরা উজ্জ্বল করবে।”