Saina Nehwal

সাইনার শুভেচ্ছা বার্তা বছর শুরুর আগেই

ছবিটি পোস্ট করে সাইনা লেখেন, ‘সবাইকে নতুন বছরের শুভেচ্ছা’।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২০ ১৭:৫০
Share:

আগাম শুভেচ্ছা বার্তা সাইনার। ছবি: সোশ্যাল মিডিয়া

২০২০ সাল যেন পার করতে পারলেই বাঁচেন ভারতের ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল। ‘বিষ’-এর বছর পার করতে তখনও বাকি সাড়ে ৯ ঘণ্টা। সাইনার শুভেচ্ছা বার্তা এল টুইটারে।

Advertisement

সাইনা রয়েছেন হায়দরাবাদেই। সময় ভুল করে আগাম বার্তা জানিয়েছেন এমন নয়। করোনার প্রকোপ এই বছর সত্যিই অতিষ্ঠ করে তুলেছে সকলকে। তারই ফলশ্রুতি বোধ হয় এমন আগাম শুভেচ্ছা। নিজেরই একটি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন সাইনা। নীল রঙের পোশাকে সাইনার অন্যরূপ। ব্যাডমিন্টন র‍্যাকেট হাতে বিপক্ষকে কাবু করা সাইনার থেকে যা বেশ আলাদা। ছবিটি পোস্ট করে সাইনা লেখেন, ‘সবাইকে নতুন বছরের শুভেচ্ছা’

ছবিতে যে হাসি মুখ দেখা যাচ্ছে সাইনার ২০২১ সালকে সেই ভাবেই স্বাগত জানাতে চাইছেন তিনি। আগামী বছর যেন সকলের এমন হাসি মুখেই সেই বার্তাই যেন দিতে চেয়েছেন সাইনা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement