saina nehwal

Saina Nehwal: ফের ব্যাডমিন্টন সংস্থার উদ্দেশে তোপ দাগলেন সাইনা, কেন রেগে গেলেন তিনি

আগেই কমনওয়েলথ এবং এশিয়ান গেমসের ট্রায়াল থেকে নাম তুলে নিয়েছিলেন। এ বার ভারতীয় ব্যাডমিন্টন সংস্থার সঙ্গে ঝামেলায় জড়ালেন সাইনা নেহওয়াল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২২ ১৬:০০
Share:

ক্ষিপ্ত সাইনা। ফাইল ছবি

কিছুদিন আগেই কমনওয়েলথ এবং এশিয়ান গেমসের ট্রায়াল থেকে নাম তুলে নিয়েছিলেন। এ বার ভারতীয় ব্যাডমিন্টন সংস্থার সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়লেন সাইনা নেহওয়াল। সূচি নিয়ে তোপ দাগলেন জাতীয় সংস্থাকে। পাশাপাশি ব্যাখ্যা করলেন ট্রায়াল থেকে নাম তুলে নেওয়ার কারণও।

বৃহস্পতিবার সকাল থেকে একের পর এক টুইট করেছেন সাইনা। সেখানে তিনি লিখেছেন, ‘এই বয়সে একের পর এক প্রতিযোগিতায় একটানা খেলে যাওয়া অসম্ভব এবং এতে চোট নিয়ে ঝুঁকি নেওয়া হয়ে যেত। তাই এটা সম্ভব নয়। আমি এ কথা বাই-কে জানিয়েছিলাম। কিন্তু ওদের তরফে থেকে কোনও উত্তর পাইনি। আমার মনে হয় কমনওয়েলথ এবং এশিয়ান গেমস থেকে ওরা আমাকে বাদ দিতে পেরে খুশি।’

Advertisement

সাইনা আরও লিখেছেন, ‘কী ভাবে এই কঠিন সূচি সামলাতে হয় এবং ১০ দিনের বিজ্ঞপ্তিতে প্রতিযোগিতা ঘোষণা না করতে হয় সেটা আমাদের আরও ভাল ভাবে বুঝিয়ে দিলে সুবিধা হত। আমি এখন বিশ্বের ২৩ নম্বর খেলোয়াড়। এক নম্বর আকানে ইয়ামাগুচিকে অল ইংল্যান্ডে প্রায় হারিয়েই দিয়েছিলাম। ইন্ডিয়া ওপেনে একটা হারের পরেই বাই চেষ্টা করছে আমাকে টেনে নীচে নামিয়ে দেওয়ার। প্রচণ্ড অবাক এই ঘটনায়।’

সম্প্রতি সাইনাকে পরপর জার্মান ওপেন, অল ইংল্যান্ড, সুইস ওপেন খেলতে হয়েছে। কোরিয়া ওপেন থেকে তিনি নাম তুলে নেন। ১৫-২০ এপ্রিল ট্রায়াল রয়েছে। পিভি সিন্ধু, লক্ষ্য সেন, কিদম্বি শ্রীকান্ত সরাসরি মূলপর্বে চলে গিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement