বাবার সঙ্গে মালয়েশিয়ান ওপেন ট্রফি হাতে সাইনা। ছবি: টুইটার
মালয়েশিয়া মাস্টার্স জেতার রেশ কাটেনি। কিন্তু এখনই সাইনা নেহওয়ালের পাখির চোখ অল ইংল্যান্ড চ্যাম্পিয়শিপ।
মার্চে শুরু হচ্ছে ব্যাডমিন্টনের গ্র্যান্ড স্ল্যাম। যার আগে ফিটনেস নিয়ে কোনও ঝুঁকি নিতে চান না সাইনা। আজ থেকে লখনউতে শুরু হওয়া সৈয়দ মোদী ব্যাডমিন্টন টুর্নামেন্ট থেকে তাই নাম তুলে নিলেন ২০১২ অলিম্পিক্স ব্রোঞ্জজয়ী ব্যাডমিন্টন তারকা। গত বছর এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলেন সাইনা। কিন্তু অস্ত্রোপচারের পরে কোর্টে ফিরলেও এখনও পুরোপুরি ফিট নন তিনি এখনও। যে কারণে টুর্নামেন্ট বেছে বেছে খেলছেন।
সাইনা বলেছেন, ‘‘চোটের পর আমি এখন অনেকটাই সুস্থ। একটা টুর্নামেন্ট জিতেওছি। কিন্তু আমার হাঁটুর সেই পুরনো জোর এখনও ফিরে আসেনি। তাই অল ইংল্যান্ডের আগে কোনও রকম ঝুঁকি নিতে চাইছি না।’’
সাইনার কোচ বিমল কুমার মনে করছেন, মালয়েশিয়া মাস্টার্সে চ্যাম্পিয়ন হওয়া অল ইংল্যান্ডের আগে আরও আত্মবিশ্বাস জোগাবে তাঁর ছাত্রীকে। সাইনার ফিজিওদের প্রশংসা করে বিমল বলছেন, ‘‘নিজের সেরা ফর্মে ফিরতে সাইনার আরও সময়ের প্রয়োজন। আমাদের পরের লক্ষ্য অল ইংল্যান্ড চ্যাম্পিয়শিপ। কিন্তু এখন একটু ধীরে চলো নীতিতে এগোচ্ছি আমরা। আমি চাই পুরো ফিট হয়ে অল ইংল্যান্ডে নামুক সাইনা। তাই পুরো ফেব্রুয়ারি কঠোর অনুশীলনে নিজেদের ডুবিয়ে রাখতে চাই আমরা।’’
হতাশা ও যন্ত্রণা সঙ্গে নিয়ে ফিরেছিলেন রিও অলিম্পিক্স থেকে। রিওর ব্যর্থতা ঢাকতে অল ইংল্যান্ডে ভাল ফল করতে চান সাইনা। ‘‘আমাকে আরও পরিশ্রম করতে হবে প্রথম দশে ফিরতে। রিওতে পারিনি। তাই সেই ব্যর্থতা মুছতে অল ইংল্যান্ড জিততে চাই।’’
সাইনা কী পারবেন অল ইংল্যান্ড জিততে? তাঁর কোচ বিমল কুমার মনে করছেন প্লেয়ারের নাম যখন সাইনা নেহওয়াল, তখন অসম্ভব কিছুই নয়। ‘‘সাইনা খুব জেদি মেয়ে। ও যেটা পণ করে সেটা যে কোনও মূল্যেই আদায় করে ছাড়ে। অল ইংল্যান্ড নিয়েও সেটাই আমার বিশ্বাস,’’ বলেন বিমল।