অপ্রতিরোধ্য সাদিও মানে। রয়টার্স
লিভারপুলের ইংলিশ প্রিমিয়ার লিগ জেতাটা সময়ের অপেক্ষা। ২৬ ম্যাচে ৭৬ পয়েন্টে পৌঁছে যাওয়া য়ুর্গেন ক্লপ কার্যত ধরাছোঁয়ার বাইরে। শনিবার মহম্মদ সালাহরা নরউইচ সিটির ঘরের মাঠে ১-০ জিতলেন।
পরিবর্ত হিসেবে নেমে জয়ের গোল করলেন সাদিয়ো মানে। ৭৮ মিনিটে। এই গোলের সৌজন্যে সেনেগালিজ তারকার ইংল্যান্ডে গোলের সেঞ্চুরি হয়ে গেল। সব টুর্নামেন্টে ধরে সাউদাম্পটনের হয়ে তাঁর গোল ২৫টি। আর লিভারপুলের হয়ে ৭৫। শনিবার গোলটিও করলেন অসাধারণ একটা লম্বা পাস ধরে টার্ন নিয়ে নিখুঁত শটে। ম্যাচ শেষে গোলের সেঞ্চুরির কথা মানেকে বলা হতে বিস্মিত প্রতিক্রিয়া, ‘‘তাই নাকি? সতীর্থদের জন্যই এটা হল। ভক্তদেরও পাশে পেয়েছি। সবাইকে ধন্যবাদ।’’
শুধু মানে নন। লিভারপুলও যেন নজির গড়ার জন্যই এখন ছুটছে। ৪৩ ম্যাচে তারা অপরাজিত। আর্সেনালের ৪৯ ম্যাচ অপরাজিত থাকার নজিরও হয়তো ভেঙে যাবে এ বার। সম্ভাব্য ১০৫ পয়েন্টে লিভারপুলের সংগ্রহ ১০৩। ২৬ ম্যাচে ৭৬ পয়েন্টের নজিরও অন্য ক্লাবের নেই। ক্লপ অবশ্য নির্বিকার, ‘‘রেকর্ড নিয়ে ভাবি না।’’