Cricket

‘তুমি যে ট্রেনিং কতটা উপভোগ করতে, তা আমরা সবাই জানি’, সৌরভকে খোঁচা সচিনের

দেশের দুই প্রাক্তন চ্যাম্পিয়ন ওপেনারকে এ বার সোশ্যাল মিডিয়ায় এক অন্য পার্টনারশিপে দেখা গেল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২০ ১৬:২৭
Share:

বাইশ গজে সচিন ও সৌরভের পার্টনারশিপ রাতের ঘুম কেড়ে নিত বিপক্ষের বোলারদের। — ফাইল চিত্র।

ওপেনিং জুটিতে একসময়ে কত ফুলই না ফুটিয়েছেন সচিন ও সৌরভ। কয়েক দিন আগেই অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ইয়ান চ্যাপেল বলেছিলেন, বিরাট কোহালি ও রোহিত শর্মাকে সাদা বলের ক্রিকেটে অন্যতম সেরা দুই ব্যাটসম্যান বলা হলেও সচিন তেন্ডুলকর এবং সৌরভ গঙ্গোপাধ্যায়কে অনেক ভাল মানের বোলারদের বিরুদ্ধে ব্যাট করতে হয়েছিল। দেশের দুই প্রাক্তন চ্যাম্পিয়ন ওপেনারকে এ বার সোশ্যাল মিডিয়ায় এক অন্য পার্টনারশিপে দেখা গেল।

Advertisement

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নতুন প্রেসিডেন্ট একটি ছবি পোস্ট করে লেখেন, “শীতের সকালে ভাল ফিটনেস সেশন দেহ-মনকে সতেজ রাখে।” এই ছবি দেখে সচিন লেখেন, “ওয়েল ডান দাদি। ক্যায়া বাত হ্যায়।”

সচিনকে প্রশংসা ফিরিয়ে দিয়ে সৌরভ লেখেন, “ধন্যবাদ চ্যাম্পিয়ন। পুরনো সেই দিনের ট্রেনিং সেশন নিশ্চয় মনে রয়েছে তোমার?’’

Advertisement

এর পরেই সৌরভকে মজার ছলে খোঁচা দিয়ে সচিন লেখেন, ‘‘ঠিকই দাদি। তুমি যে ট্রেনিং কতটা উপভোগ করতে তা তো আমরা সবাই জানি। বিশেষ করে স্কিপিং।’’ ‘মাস্টার ব্লাস্টার’ ফেলে আসা ক্রিকেটজীবনের ওপেনিং পার্টনারের এই খোঁচার অবশ্য কোনও জবাব দেননি সৌরভ।

A good fitness session in a cold morning is very freshning ....

A post shared by SOURAV GANGULY (@souravganguly) on

মাঠের ভিতরে বাইরে দুই তারকার রসায়নের কথা সবারই জানা। সেই কোন ছোটবেলা থেকে সচিন ও সৌরভ একসঙ্গে খেলছেন। দেশের হয়ে খেলার সময়ে দু’জনের বন্ধুত্ব সেরাটা বের করে এনেছিল তাঁদের থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement