রয়্যাল চ্যালেঞ্জার্সের নতুন লোগো এটাই। ছবি টুইটার থেকে নেওয়া।
জল্পনার অবসান। নতুন লোগো প্রকাশ করল রয়্যাল চ্যালেঞ্জার্স।
নতুন দশক, নতুন আরসিবি, নতুন লোগো। নতুন লোগো প্রকাশের টুইটে এটাই লেখা হয়েছে আরসিবি-র তরফে। মঙ্গলবার আরসিবি-র সঙ্গে তিন বছরের জন্য পার্টনারশিপ করেছে মুথুট ফিনকর্প। তার পরের দিনই আরসিবি তাদের সব পোস্ট তুলে নিয়েছিল সোশ্যাল মিডিয়া থেকে। টুইটার হ্যান্ডলের নামও বদলে ফেলেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অ্যাকাউন্টের কভার ফোটো, প্রোফাইল পিকচার সরিয়ে দেওয়া হয়েছিল। নাম বদলে করা হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স। ইনস্টাগ্রাম ও ফেসবুকেও বদল করা হয়েছিল ফ্র্যাঞ্চাইজির নাম। যাতে অবাক হয়েছিলেন বিরাট কোহালি সহ অন্য ক্রিকেটাররা।
শুক্রবার প্রকাশিত বিরাটের দলের লোগোর নকশায় সিংহকে দেখা যাচ্ছে। ফ্র্যাঞ্চাইজির মতে, যা সাহসী ও নির্ভীক মানসিকতাকে ফুটিয়ে তুলছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের চেয়ারম্যান সঞ্জীব চুড়িওয়ালা বলেছেন, “এই লোগো হল সমর্থকদের আনন্দ দেওয়া ও তাদের সঙ্গে যুক্ত থাকার অঙ্গীকার। কারণ, সমর্থকরাই আমাদের আসল শক্তি। আমাদের মনে হয়েছিল ক্লাবের পক্ষে এই বদল জরুরি।”
আরও পড়ুন: রান আসছে না কেন? হতাশ ময়াঙ্ককে সফল হওয়ার মন্ত্র বাতলে দিলেন কোচ
আরও পড়ুন: শুভমন, পৃথ্বী ও ময়াঙ্ক, প্রস্তুতি ম্যাচে রান পেলেন না তিন সম্ভাব্য ওপেনারই