রিয়ালের হাফ ডজন গোলের পর রোনাল্ডোর ‘বোম দিয়া’

লিও মেসির চোট-উত্তর ক্লাব জার্সিতে সফল প্রত্যাবর্তনের রাতে বার্সেলোনা রাজপুত্রের চিরপ্রতিদ্বন্দ্বীও মহাউজ্জ্বল! মেসি যদি বেঞ্চ থেকে পরিবর্ত নেমে কয়েক মিনিটের মধ্যে গোল করে থাকেন লা লিগায় শনিবার, তা হলে তার খানিকটা পরে রিয়াল মাদ্রিদের হাফ ডজন গোলে জেতা ম্যাচে মধুরেণ সমাপয়েৎ ঘটেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোলে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০১৬ ০৪:০৬
Share:

রিয়াল বেতিস ম্যাচের পর দিন এই ছবি টুইট করে ভক্তদের ‘সুপ্রভাত’ রোনাল্ডোর।

লিও মেসির চোট-উত্তর ক্লাব জার্সিতে সফল প্রত্যাবর্তনের রাতে বার্সেলোনা রাজপুত্রের চিরপ্রতিদ্বন্দ্বীও মহাউজ্জ্বল!

Advertisement

মেসি যদি বেঞ্চ থেকে পরিবর্ত নেমে কয়েক মিনিটের মধ্যে গোল করে থাকেন লা লিগায় শনিবার, তা হলে তার খানিকটা পরে রিয়াল মাদ্রিদের হাফ ডজন গোলে জেতা ম্যাচে মধুরেণ সমাপয়েৎ ঘটেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোলে।

এবং পরের সকালেই তাঁর অগণিত ভক্তকে বিশেয কায়দায় ‘গুড মর্নিং’ জানালেন রোনাল্ডো!

Advertisement

নিজের আড়াই লাখ পাউন্ডেরও বেশি দামী বিলাসবহুল গাড়ি ল্যাম্বরঘিনি অ্যাভেনতাদোর-এর সামনে পোজ-সহ ছবি ইন্সটাগ্রামে দিয়ে তার নীচে রোনাল্ডোর পোস্ট, ‘বোম দিয়া’। ইংরেজিতে যার অর্থ, ‘গুড মর্নিং’।

চার ম্যাচ পরে জিনেদিন জিদানের টিম জয়ের মুখ দেখল রিয়াল বেতিসকে ৬-১ মেরে। ম্যাচের চার থেকে আটাত্তর মিনিটের মধ্যে জিদানের পাঁচ ছেলে গোলগুলি করেন। রাফায়েল, বেঞ্জিমা, মার্সেলো, ইস্কো (২) এবং অবশ্যই রোনাল্ডো। যদিও গোলমেশিন সিআর সেভেন স্বভাববিরুদ্ধ ভাবে বিপক্ষ পোস্টের মাত্র চার-পাঁচ গজ দূর থেকে নিশ্চিত একটা গোলের সুযোগ নষ্টও করেন। ম্যাচ তখন মাত্র কয়েক মিনিট গড়িয়েছে এবং রিয়াল মাত্র এক গোলে এগিয়ে ছিল।

তা সত্ত্বেও রোনাল্ডোর প্রশংসায় পঞ্চমুখ জিদান। স্প্যানিশ লিগে চার নম্বরে নেমে যাওয়া রিয়াল মাদ্রিদ জয়ে ফিরেই যুগ্ম শীর্ষে উঠে এসেছে। যার পরে রিয়াল কোচ বলেন, ‘‘যখন আমরা যে তীক্ষ্ণতায় খেলা দরকার সেটাই খেলি, তখন আমাদের আটকানো প্রতিপক্ষের কাছে খুব কঠিন হয়ে দাঁড়ায়। এই ম্যাচে ছেলেরা ঠিক সে রকমই খেলেছে। তবে এটার ধারাবাহিকতা আমাদের দেখাতে হবে।’’ সঙ্গে জিদান যোগ করেছেন, ‘‘রোনাল্ডো খুব ভাল খেলেছে। ওর ওয়ার্কলোড নেওয়া দেখে আমি খুশি। গোলটা দেখেও খুব ভাল লেগেছে। বলতে পারি, সব মিলিয়ে রোনাল্ডোর পারফরম্যান্স আমাকে মুগ্ধ করেছে।’’

অধিনায়ক সের্জিও র‌্যামোস, মাঝমাঠের তিন তারকা লুকা মদরিচ, কাসেমিরো এবং হামেস রদ্রিগেজ-কে চোট-আঘাত, কার্ড, নামা সমস্যায় বাইরে রেখেও চার ম্যাচ পরে জেতায় জিদান যেন আরও খুশি। ‘‘যখন আপনি দেখেন আপনার টিম ফুটবলটা ভালবেসে খেলছে, যখন দেখেন আক্রমণে গতি বাড়াতে বাড়াতে মাত্র কয়েকটা টাচে দল গোল করছে, তখন সেটা দেখতে দারুণ আনন্দ হয় আর আবার দেখতে ইচ্ছে করে। এই ম্যাচে রিয়াল মাদ্রিদের খেলা আর রোনাল্ডোর গোলটা ঠিক সে রকমই,’’ বলেন রিয়াল কোচ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement