অপ্রতিরোধ্য: সেরি-আ-তে নিজের ৫০ নম্বর গোল। উল্লাস রোনাল্ডোর। টুইটার
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জোড়া গোলে টানা নবম বার ইটালির সেরি আ খেতাব জয়ের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল জুভেন্টাস। সোমবার রাতে লাজ়িয়োকে ২-১ হারানোর ম্যাচে নানা রেকর্ড গড়লেন সি আর সেভেন।
৫১ মিনিটের মাথায় পেনাল্টি থেকে রোনাল্ডো এগিয়ে দেন জুভেন্টাসকে। সঙ্গে সঙ্গে ‘সেরি আ’-তে ৫০তম গোল পূর্ণ করে ফেলেন তিনি। তিন মিনিট পরে পাওলো দিবালার পাস থেকে দ্বিতীয় গোল করেন তিনি। ইউরোপের তিনটি বড় লিগেই ৫০টি বা তার বেশি গোল করা একমাত্র ফুটবলারও হয়ে গেলেন রোনাল্ডো। স্যর আলেক্স ফার্গুসনের অধীনে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ৫০তম গোলে তিনি পৌঁছেছিলেন ১৭২ ম্যাচে। রিয়াল মাদ্রিদের হয়ে স্প্যানিশ লিগে গোলের হাফ সেঞ্চুরি করেন ৫১ ম্যাচে।
লাজ়িয়োর একমাত্র গোলটি করে রোনাল্ডোর সঙ্গে এ মরসুমের সেরি আ-তে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে রয়েছেন সিরো ইমমোবিলে। দু’জনেরই ৩০টি করে গোল। এখানেও নজিরের ছোঁয়া। শেষ ৬০ বছরের মধ্যে একটি মরসুমে সেরি আ-তে এর আগে মাত্র দু’বারই ৩০টি গোল করতে পেরেছেন কেউ। ২০১৫-’১৬ মরসুমে নাপোলিতে খেলার সময়ে করেছিলেন বর্তমানে জুভেন্টাসেরই সদস্য গঞ্জালো হিগুয়াইন এবং ২০০৫’০৬ মরসুমে ফিয়োরেন্তিনার কিংবদন্তি লুকা টোনি। দু’দিন আগে লিয়োনেল মেসি সর্বোচ্চ গোলদাতা হয়ে যা বলেছিলেন, সেই সুর এ বার রোনাল্ডোর গলাতেও। ‘‘রেকর্ড নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কিন্তু সব চেয়ে জরুরি দলের জয়। আমরা দুর্দান্ত একটা দল আর সেটাই ফের দেখিয়েছি সকলে মিলে,’’ বলেছেন তিনি। যোগ করেছেন, ‘‘এখানেই থামতে চাই না আমরা। সব সময় উন্নতি করতে চাই, আরও ভাল খেলতে চাই।’’ হ্যাটট্রিকও হয়ে যেত তাঁর, যদি না হেড বারে লেগে ফিরত।
আরও পড়ুন: আইপিএল-এ কি খেলবেন বোল্ট? দোনামনা তারকা পেসারের
রোনাল্ডো এবং ইমমোবিলে, দু’জনেরই ৩০টি গোলের ১২টি এসেছে পেনাল্টি থেকে। ‘‘রোনাল্ডো অসামান্য এক ফুটবলার। যে ভাবে একটা ম্যাচ খেলে উঠেই পরের ম্যাচের জন্য ও নিজেকে তরতাজা করে তোলে, তা অবিশ্বাস্য!’’ বলেছেন জুভেন্টাস ম্যানেজার মৌরিসিয়ো সারি। যোগ করছেন, ‘‘আমি কিন্তু শুধু রোনাল্ডোর শারীরিক শক্তির কথা বলছি না, ওর মানসিক জোরের দিকটাও দেখতে বলছি।’’ লিগ জয় প্রসঙ্গে সারির মন্তব্য, ‘‘তিন দিন অন্তর ম্যাচ খেলতে হচ্ছে। কাজটা সহজ নয়। আমাদের এখনও চার পয়েন্ট দরকার। মনঃসংযোগ ধরে রাখতে হবে।’’ জুভেন্টাসের পয়েন্ট এখন ৮০। দ্বিতীয় স্থানে থাকা ইন্টার মিলানের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে তারা। তৃতীয় আটলান্টার পয়েন্ট ৭১, লাজ়িয়োর ৬৯।