রোনাল্ডোর ৩০০-র জবাবে লিওনেল মেসির স্বপ্নের গোল!
বুধবার রাতে স্প্যানিশ লা লিগায় রোনাল্ডো ১-মেসি ১। অর্থাৎ দুই মহাতারকারই এক গোল। আর তাতেই জমে গেল লা লিগার লড়াই।
সেল্টা ভিগো ম্যাচে কোনওমতে জয় ছিনিয়ে এনেছিল বার্সেলোনা। তবে আলেমেরিয়ার বিরুদ্ধে ঠিক লা লিগা চ্যাম্পিয়ন দলের মতোই পারফর্ম করল বার্সা। ৪-০ জিতল লুই এনরিকের দল। কাতালানদের দাপটের অন্যতম কারিগর ছিলেন মেসি। যা পরিষ্কার ছিল এলএম টেনের করা এই মরসুমের ৩৩তম লা লিগা গোলে। আলমেরিয়া ডিফেন্ডারদের কাটিয়ে বাঁক খাওয়ানো শটে দুর্দান্ত গোল করে যান আর্জেন্তিনার মহাতারকা। বার্সার হয়ে চারশো গোল করার থেকে আর মাত্র দুটো দূরে এলএম টেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ান লুই সুয়ারেজ। মার্ক বাত্রা করেন ৩-০। গোল উৎসব যদিও শেষ করেন সুয়ারেজই। পেদ্রোর পাসে ম্যাচের শেষলগ্নে নিজের দ্বিতীয় গোল করেন উরুগুয়ে স্ট্রাইকার।
ম্যাচ জিতে লিগ শীর্ষে থাকলেও, বিতর্কের রেশ পিছু ছাড়ল না বার্সার। যে বিতর্কের অন্য নাম নেইমার। গোটা ম্যাচ বেঞ্চে বসেই কাটান বার্সার ‘ওয়ান্ডারকিড’। ম্যাচ শেষে তাই প্রশ্ন উঠেছে, ঠিক কোন কারণে প্রথম দলে সুযোগ পেলেন না নেইমার? কোনও চোট ছিল নাকি তাঁর চুক্তি নিয়ে কোর্টে মামলা চলছে বলে মানসিক ভাবে প্রস্তুত ছিলেন না ব্রাজিলীয় মহাতারকা? যদিও বার্সা কোচ লুই এনরিকে জানিয়েছেন, মহাতারকাকে বিশ্রাম দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত। ‘‘নেইমার একমাত্র ফুটবলার যে প্রতিটা আন্তর্জাতিক ম্যাচ খেলে এসেছিল,’’ বলেন এনরিকে।
বার্সার মতো রিয়াল মাদ্রিদও জয়ের মেজাজে। গ্রানাদাকে উড়িয়ে দেওয়ার পরে রায়ো ভায়োকানোকে ২-০ হারাল কার্লো আন্সেলোত্তির দল। যে ম্যাচে নিজের ৩০০তম রিয়াল-গোল করেন সিআর সেভেন। তবে গোল করে টিমকে জেতালেও হলুদ কার্ড দেখে ম্যাচ সাসপেনশনের আওতায় চলে গিয়েছেন সিআর-সেভেন। ফলে পরের ম্যাচে এইবারের বিরুদ্ধে তাঁকে পাবেন না আন্সেলোত্তি।
রাউল ও আলফ্রেদো দি’স্তেফানোর পরে সিআর সেভেন তৃতীয় ফুটবলার যিনি বিশ্বের অন্যতম সেরা এই ক্লাবের ৩০০ ক্লাবের সদস্য হলেন। তাও আবার প্রথম দুই কিংবদন্তির থেকে কম ম্যাচ খেলেই রেকর্ডের মালিক হলেন পর্তুগিজ মহাতারকা। রিয়াল কোচ কার্লো আন্সেলোত্তি বলেন, ‘‘দ্বিতীয়ার্ধে খুব ভাল খেলেছে টিম। যোগ্য দল হিসাবেই জিতল রিয়াল।’’ চোট থেকে ফিরে ফের দাপুটে পারফরম্যান্সের নজির রাখেন হামেস রদ্রিগেজও। গোলও করেন তিনি। কলম্বিয়া মহাতারকা বলেন, ‘‘গোল করে দলকে সাহায্য করতে পেরে খুশি।’’