barcelona

ন্যু ক্যাম্পে কি শেষ ম্যাচ খেলে ফেললেন লিয়োনেল মেসি, শুরু জল্পনা

গত মরসুমেই ক্লাব ছাড়তে চেয়েছিলেন মেসি। আইনি জটিলতায় যা সম্ভব হয়নি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ মে ২০২১ ১১:৪৪
Share:

হতাশ মেসি। ছবি রয়টার্স

অনেক আশা করে তাঁকে কোচ করে আনা হয়েছিল। কিন্তু রোনাল্ড কোমানের অধীনে নিত্য নতুন লজ্জার নজির তৈরি করছে বার্সেলোনা। রবিবার রাতে তারা ঘরের মাঠে সেল্টা ভিগোর কাছে হেরে গিয়েছে। এরপরেই প্রশ্ন উঠেছে, এটাই কি তাহলে ন্যু ক্যাম্পে লিয়োনেল মেসির শেষ ম্যাচ ছিল?

Advertisement

গত মরসুমেই ক্লাব ছাড়তে চেয়েছিলেন মেসি। আইনি জটিলতায় সম্ভব হয়নি। এ বার সম্ভাবনা জোরদার। ভাল ফুটবলার আনা এবং দল শক্তিশালী করার লোভ দেখিয়ে তাঁকে রেখে দেওয়া হয়েছিল ঠিকই। কিন্তু অনেকেই মনে করছেন, এ বার মেসিকে আর আটকে রাখা যাবে না। সেল্টার বিরুদ্ধে হার যেন কফিনে শেষ পেরেক ছিল।

বার্সেলোনার কোচ হিসেবে তাঁর চাকরিও হয়তো থাকবে না। তবু কোমান বলেছেন, “আশা করি এটা ন্যু ক্যাম্পে মেসির শেষ ম্যাচ নয়। ও এখনও বিশ্বের সেরা ফুটবলার এবং সেটা আজ আবার জানতে পারলাম। ওকে ছাড়া আমাদের নামা অসম্ভব।”

Advertisement

লিগ জেতার কোনও আশাই আর নেই বার্সেলোনার। আগামী রবিবার তারা পরের ম্যাচ খেলবে এইবারের বিপক্ষে তাদের ঘরের মাঠে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement