বিরাটের সঙ্গে রোহিতের সম্পর্ক নিয়ে শুরু হয়েছে জল্পনা।
বিরাট কোহালির সঙ্গে রোহিত শর্মার সম্পর্কে কি হঠাত্ চিড় ধরেছে? ভারতীয় ক্রিকেটমহলে এমন জল্পনা আচমকাই। কারণ, টুইটার ও ইনস্টাগ্রামে কোহালিকে ‘আনফলো’ করেছেন রোহিত। আর তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় উঠেছে ঝড়।
টেস্টের মতো ওভারের ফরম্যাটে কোহালি হলেন অধিনায়ক। আর সেই ফরম্যাটে রোহিত হলেন সহ-অধিনায়ক। দুবাইয়ে চলতি মাসেই হতে চলা এশিয়া কাপে আবার কোহালিকে বিশ্রাম দেওয়া হয়েছে। এই প্রতিযোগিতায় ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত। আপাত ভাবে দু’জনের সম্পর্কে তিক্ততার কোনও লক্ষণ নেই। সেজন্যই ফিসফাস বাড়ছে। কোনও একটিতে ‘আনফলো’ করলে অসাবধানতাবশত তা হতে পারে। কিন্তু, দুটোতেই ‘আনফলো’ হওয়ায় সেই যুক্তি ধোপে টিকছে না।
এই মুহূর্তে ভারতের টেস্ট দলে নেই রোহিত। এটা নিয়ে তাঁর ক্ষোভ থাকতেই পারে। তবে তিনি প্রচুর সুযোগও পেয়েছেন। তাত্পর্যের হল, টুইটারে একজন ভারতের টেস্ট দলে রোহিতের থাকা উচিত বলে লিখেছেন। আর রোহিত তাতে 'লাইক'ও দিয়েছেন।
আরও পড়ুন: কুকের পছন্দের দলে ভারত-পাকিস্তানের কেউ নেই, না সচিনও নেই!
আরও পড়ুন: ঋষভ, এটা টেস্ট ক্রিকেট, বলছেন ক্ষুব্ধ ইঞ্জিনিয়ার
সোশ্যাল মিডিয়াতেও এটা নিয়ে চলছে চর্চা। ক্রিকেটপ্রেমীরা নানা ধরনের প্রসঙ্গ তুলছেন সোশ্যাল মিডিয়ায়। কেউ টুইটারে সরাসরি জানতেও চেয়েছেন রোহিতের কাছে। একজন আবার খোঁচা দিয়ে বলেছেন, “শার্দুল ঠাকুর, ধবল কুলকার্নিদের ফলো করে রোহিত শর্মা। কিন্তু জাতীয় দলের অধিনায়ককে ফলো করার মতো সময় ওঁর নেই। তাই কোহালিকে আনফলো করে দিয়েছে।’ একজন আবার লিখেছেন, “বিরাটও তো ফলো করে না রোহিতকে। সোশ্যাল মিডিয়ায় ফলো করা কি খুব গুরুত্বপূর্ণ?” ঘটনা যাই হোক, এতে বিরাট-রোহিতের সম্পর্ক নিয়ে চর্চা চলছেই।
(ক্রিকেটের খবর,ফুটবলের খবর, টেনিসের খবর, হকির খবর - খেলার খবরের সেরা ঠিকানা আমাদের খেলা বিভাগ।)