বাইন্ডারি লাইনে রোহিতের দুরন্ত ক্যাচ।
দল যখনই সমস্যায় পড়েছে, ব্যাট হাতে ত্রাতার ভূমিকায় ধরা দিয়েছেন রোহিত শর্মা। অকল্যান্ডে অবশ্য ব্যাট হাতে নয়, বুদ্ধিমত্তার সঙ্গে ক্যাচ ধরে মার্টিন গাপ্টিলকে ফেরালেন ‘হিটম্যান’। ব্যাট করতে নেমে ছক্কা হাঁকানোর পরের বলেই আউট হন তিনি। কিন্তু ফিল্ডিং করার সময়ে দারুণ ক্যাচ ধরে চর্চায় রোহিত।
টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক বিরাট কোহালি। শুরু থেকেই ভারতীয় বোলারদের বিরুদ্ধে মারমুখী ব্যাটিং করছিলেন কিউয়ি ব্যাটসম্যানরা। দুই ওপেনার মার্টিন গাপ্টিল ও কলিন মুনরো ঝ়ড় তুলছিলেন। গাপ্টিল ১৯ বলে ৩০ করে ফেলেন। স্কোরবোর্ডে কিউয়িরা তত ক্ষণে ৮০ রান তুলে ফেলেছে।
শিবম দুবের আপাত নিরীহ একটি ডেলিভারি স্কোয়্যার লেগের উপর দিয়ে গ্যালারিতে ফেলতে গিয়েছিলেন গাপ্টিল। ব্যাটে বলে ঠিকঠাক হয়নি। তবুও বাউন্ডারি লাইন অতিক্রম করবে বলেই মনে হচ্ছিল।
আরও পড়ুন: কবে নাইট রাইডার্স অধিনায়ক হবেন শুভমন? শাহরুখ বললেন...
স্কোয়্যার লেগ বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন রোহিত। তিনি এক হাতে বলটা তালুবন্দি করেন। ক্যাচ ধরার সময়ে শরীরের ভারসাম্য প্রায় হারাতে বসেছিলেন। ক্যাচটা ধরে বাউন্ডারি লাইনের বাইরে চলে যাচ্ছিলেন তিনি।
সেই সময়ে বুদ্ধির পরিচয় দিয়ে রোহিত বলটা শূন্যে ছুড়ে দেন। তার পরে শরীরে ভারসাম্য এনে শূন্যে ছুড়ে দেওয়া বলটা লুফে নেন। ফিল্ডিং করার সময়ে রোহিতকে এমনিতেই ঢিলেঢালা দেখায়। সেই রোহিতই মাথা ঠান্ডা রেখে দুর্দান্ত ফিটনেসের পরিচয় দিয়ে গাপ্টিলকে ফিরিয়ে দেন। ওই সময়ে গাপ্টিলের ক্যাচটা না ধরলে আরও বড় রান করতে পারত কিউয়িরা। রোহিতের ক্যাচ নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা শুরু হয়েছে।