অপরাজিত ১৭১, ভিভের রেকর্ড ভাঙলেন রোহিত

ভারত জিততে পারল না। কিন্তু পার্থে রানের বন্যার সঙ্গে রেকর্ডেরও বন্যা বওয়ালেন রোহিত শর্মা। ভাঙলেন ভিভ রিচার্ডসের সাড়ে তিন দশকের রেকর্ড।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০১৬ ১১:৫৬
Share:

শতরানের পর রোহিত শর্মা। এএফপি-র তোলা ছবি।

ভারত জিততে পারল না। কিন্তু পার্থে রানের বন্যার সঙ্গে রেকর্ডেরও বন্যা বওয়ালেন রোহিত শর্মা। ভাঙলেন ভিভ রিচার্ডসের সাড়ে তিন দশকের রেকর্ড। এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেরা ওয়ান ডে ইনিংস ছিল ভিভের ১৯৭৯-এ করা অপরাজিত ১৫৩। আজ সে রেকর্ড ভাঙল রোহিতের ব্যাটে।

Advertisement

আরও যে সব নজির গড়লেন রোহিত:

• পার্থে প্রথম ভারতীয় হিসেবে ওয়ান ডে সেঞ্চুরি করলেন

Advertisement

• অস্ট্রেলিয়ার মাটিতে যে কোনও দেশের হয়ে পঞ্চম সর্বোচ্চ ওয়ান ডে স্কোর

• অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় হিসেবে সেরা ওয়ান ডে স্কোর এত দিন ছিল সৌরভের (১৪১)। রোহিত তা ভাঙলেন।

• এক দিনের ক্রিকেটে ১৭০ বা তার বেশি রানের ইনিংস সব থেকে বেশি (৩ বার) খেলেছেন সচিন তেণ্ডুলকর। এ দিন তাঁকে ছুঁয়ে ফেললেন রোহিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement