rohit sharma

Rohit Sharma: রোহিত আর সব চেয়ে মিষ্টি নন, কে এল স্ত্রী রীতিকার জীবনে?

ভারতীয় দল এই মুহূর্তে ইংল্যান্ডে ছুটি কাটাচ্ছে। সঙ্গে রয়েছে তাদের পরিবারও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ জুলাই ২০২১ ১০:১৯
Share:

স্ত্রী রীতিকার জীবনে রোহিত শর্মা আর সব চেয়ে মিষ্টি নন। ছবি: ইনস্টাগ্রাম থেকে

স্ত্রী রীতিকার জীবনে রোহিত শর্মা আর সব চেয়ে মিষ্টি নন। নতুন কেউ এল তাঁর জীবনে? কী বললেন রীতিকা?

Advertisement

ইনস্টাগ্রামে সোজাসুজি বলে দিলেন, তাঁর কাছে রোহিত আর সব চেয়ে মিষ্টি নন। তা হলে কে এল রীতিকার জীবনে?

রীতিকার ইনস্টাগ্রামের পাতায় দেখা যাচ্ছে কালো রঙের একটি কুকুরছানাকে। সেই ছবিতেই তিনি লেখেন, ‘দুঃখিত রোহিত, তুমি আর সব চেয়ে মিষ্টি নও।’ সেই কথা মেনে নিয়েছেন রোহিতও। তিনি লেখেন, ‘কঠিন প্রতিপক্ষ’।

Advertisement

রীতিকার ইনস্টাগ্রামের পাতায় দেখা যাচ্ছে কালো রঙের একটি কুকুরছানাকে। ছবি: ইনস্টাগ্রাম থেকে

ভারতীয় দল এই মুহূর্তে ইংল্যান্ডে ছুটি কাটাচ্ছে। সঙ্গে রয়েছে তাদের পরিবারও। জৈব সুরক্ষা বলয়ের বাইরে ২০ দিন কাটাতে পারবেন রোহিতরা। তারপর শুরু হবে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ। সেই লম্বা সিরিজের আগে নিজেদের মানসিক ভাবে তরতাজা করে নিচ্ছে ভারতীয় দল।

কিছুদিন আগে রীতিকার সঙ্গে একটি ছবি দিয়েছিলেন রোহিত। সেই ছবিতে ডেভিড ওয়ার্নার লেখেন, ‘কিংবদন্তি।’ ৪ হাজারের বেশি মানুষ সেই বার্তাটিতে লাইক দিয়েছেন।

১৫ জুলাই ফের জৈব সুরক্ষা বলয়ের মধ্যে ঢুকে যাবে ভারতীয় দল। ৪ অগস্ট থেকে শুরু প্রথম টেস্ট। তার আগে অনুশীলন ম্যাচ খেলার আয়োজন করতে পারে বিসিসিআই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement