Rohit Sharma

বিশাখাপত্তনমে ‘বীরু’ হওয়ার অগ্নিপরীক্ষা রোহিতের

মিডল অর্ডারে ব্যাট করতে নামতেন সহবাগ। সেখান থেকে তাঁকে ওপেন করতে পাঠানো হয়েছিল। বাকিটা আজ ইতিহাস। রোহিতও বীরুর রাস্তাই নিচ্ছেন।

Advertisement

সংবাদ সংস্থা

বিশাখাপত্তনম শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৯ ১৮:৩২
Share:

চর্চায় এখন শুধুই রোহিত।

ব্যাটিং পজিশন বদলে যাচ্ছে রোহিত শর্মার। বুধবার বিশাখাপত্তনমে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ। নতুন বলে কাগিসো রাবাডাকে সামলাবেন রোহিত।

Advertisement

ব্যাটিং অর্ডারে ‘হিটম্যান’-এর জায়গা বদলালেও, খেলার স্টাইলে বিশেষ কোনও পরিবর্তন চান না ভারত অধিনায়ক বিরাট কোহালি। তিনি চান, রোহিত নিজের সহজাত খেলাই খেলুন। ঠিক যেমন খেলতেন বীরেন্দ্র সহবাগ।

সাংবাদিক বৈঠকে রোহিতকে নিয়ে উড়ে আসা প্রশ্নের জবাব দিতে গিয়ে কোহালি ‘নজফগড়ের নবাব’-এর প্রসঙ্গ উত্থাপ্পন করেছেন। ভারত অধিনায়ক বলেছেন, ‘‘বিপক্ষের বোলারদের আক্রমণ করার কথা বীরু ভাইকে কি কেউ বলে দিত? লাঞ্চের আগেই সেঞ্চুরি করতে হবে সেটাও বীরু ভাইকে কেউ বলত না। সহজাত খেলাই ও খেলত এবং ক্রিজে জমে গেলে বিপক্ষকে ধ্বংস করত।’’ কোহালি বলতে চাইলেন, রোহিতও যেন নিজের স্বাভাবিক খেলাই খেলেন।

Advertisement

আরও পড়ুন- প্রথম টেস্টে পন্থের পরিবর্তে ঋদ্ধিমান, বাংলার উইকেটকিপারকে বিশ্বের সেরা বললেন কোহালি

আরও পড়ুন- বেঙ্গালুরু নয়, আইপিএল ২০২০ নিলাম হবে কলকাতায়

মিডল অর্ডারে ব্যাট করতে নামতেন সহবাগ। সেখান থেকে তাঁকে ওপেন করতে পাঠানো হয়েছিল। বাকিটা আজ ইতিহাস। রোহিতও বীরুর রাস্তাই নিচ্ছেন। নিজের টেস্ট কেরিয়ার বাঁচাতে হলে ওপেন করা ছাড়া আর উপায় নেই রোহিতের। কারণ টেস্ট ক্রিকেটে মুম্বইকরের পক্ষে মিডল অর্ডারে ব্যাট করতে নামা সম্ভব নয়। কারণ হনুমা বিহারী সেই জায়গা নিয়ে ফেলেছেন। একমাত্র ওপেনিং স্লটই খোলা রোহিতের জন্য। সেখানে কতটা সফল হবেন রোহিত? কোহালি বলছেন, ‘‘রোহিতেরও দারুণ ক্ষমতা রয়েছে। উইকেট যদি চ্যালেঞ্জিং হয়, তা হলে রোহিতকে চালাতে দেখবেন না। ও জানে কী ভাবে খেলতে হবে।’’ শুরুর দিকে বিপক্ষের আক্রমণ সামলে দিতে পারলে বিপক্ষের ভয়ের কারণ হয়ে উঠতে পারেন রোহিত। ঠিক যেমন সহবাগ হতেন। রোহিতের দিকে তাকিয়ে সবাই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement