আবেদন: স্বাস্থ্যবিধি মানার পরামর্শ রোহিতের। ফাইল চিত্র
করোনাভাইরাসের আক্রমণে যে ভাবে থমকে গিয়েছে বিশ্ব, তা দেখা সত্যিই কষ্টকর বলে মনে করছেন রোহিত শর্মা। এই অতিমারির মোকাবিলায় মানুষকে সচেতন থাকার বার্তা দিয়ে ফেসবুক, টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেছেন রোহিত।
দিন কয়েক আগে ভারত অধিনায়ক বিরাট কোহালিও মানুষকে সচেতন থাকার বার্তা দিয়েছিলেন সোশ্যাল মিডিয়া মারফত। এ দিন একই পথে হাঁটলেন ভারতের সাদা বলের ক্রিকেটের সহ-অধিনায়কও। রোহিত তাঁর ভিডিয়ো বার্তায় বলেছেন, ‘‘গত কয়েক সপ্তাহ আমাদের সবার কাছে খুব কঠিন গিয়েছে। গোটা বিশ্ব থমকে গিয়েছে। যেটা দেখা খুবই কষ্টকর।’’
এর পরে কী করা উচিত, তা নিয়েও বলেছেন রোহিত। এই বিধ্বংসী ওপেনারের কথায়, ‘‘এই পরিস্থিতি তখনই স্বাভাবিক হতে পারে, যখন আমরা সবাই একে অন্যের পাশে থাকব। একটিু সতর্ক হলে, একটু বুদ্ধি খাটালে এই লক্ষ্যে পৌঁছতে পারি। আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে সচেতন হতে হবে। কোনও রকম রোগের লক্ষণ দেখা দিলেই স্থানীয় মেডিক্যাল সেন্টারে বিষয়টা জানাতে হবে।’’
চিন থেকে ছড়িয়ে পড়া এই মারণ ভাইরাসে বিশ্বজুড়ে দেড় লক্ষের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। ভারতে সংক্রমিতের সংখ্যাটা একশো ছাড়িয়ে গিয়েছে। দেশবাসীকে সতর্ক থাকার বার্তা দিয়েছেন সুরেশ রায়নাও। আইপিএলে চেন্নাই সুপার কিংসের এই ব্যাটসম্যান টুইট করেছেন, ‘‘আমাদের বুঝতে হবে এই ভাইরাসের আক্রমণ ঠেকাতে গেলে সামাজিক ভাবে নিজেকে বন্দি করে রাখাটা অত্যন্ত জরুরি। কোনও অসমর্থিত সূত্র থেকে পাওয়া খবর ছড়াবেন না। স্বাস্থ্য সম্পর্কিত বিধিনিষেধগুলো মেনে চলবেন। আর পরিচ্ছন্ন থাকবেন।’’
অনেক রাজ্যই স্কুল, কলেজ, মল এবং সিনেমা হলগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। যা নিয়ে রোহিত বলেছেন, ‘‘এটা করা হয়েছে কারণ আমরা সবাই চাই, আমাদের বাচ্চারা স্কুলে যাক। আমরা সবাই চাই মল বা সিনেমা হলে গিয়ে সময় কাটাতে।’’ চিকিৎসকদের ধন্যবাদ দিয়ে রোহিত বলেছেন, ‘‘যে ভাবে দুনিয়া জুড়ে চিকিৎসক এবং মেডিক্যাল স্টাফ কাজ চালাচ্ছেন, তা দেখে সত্যিই মুগ্ধ।’’