Rohit Sharma

দ্রুত উড়ান না ধরলে টেস্ট খেলা কঠিন হবে রোহিত-ইশান্তের: শাস্ত্রী

১৭ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু প্রথম টেস্ট। সীমিত ওভারের সিরিজ শুরু ২৭ নভেম্বর থেকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন 

কলকাতা শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২০ ০৪:২৮
Share:

আলোচনা: হেড কোচ রবি শাস্ত্রীর ক্লাসে শুভমন গিল। রবিবার। টুইটার

আগামী তিন-চার দিনের মধ্যে যদি ভারত থেকে অস্ট্রেলিয়ায় না উড়ে আসতে পারেন, তা হলে টেস্ট সিরিজে খেলা কঠিন হয়ে যাবে রোহিত শর্মাইশান্ত শর্মার পক্ষে। রবিবার অস্ট্রেলিয়ার এক রেডিয়ো চ্যানেলকে সাফ জানিয়ে দিলেন ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী।

Advertisement

আইপিএলের সময় চোট পেয়েছিলেন রোহিত ও ইশান্ত। দু’জনেই এখন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। যেখানে সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়া চলছে তাঁদের। ইশান্ত ইতিমধ্যেই বল করতে শুরু করেছেন। কিন্তু কবে তাঁদের অস্ট্রেলিয়া উড়ে আসার অনুমতি দেওয়া হবে, সে ব্যাপারে নিশ্চিত নন শাস্ত্রীও। যদি আগামী তিন-চার দিনের মধ্যে স্মিথদের দেশে রোহিতরা পৌঁছতে না পারেন, তা হলে ১১ ডিসেম্বর থেকে প্রস্তুতি ম্যাচেও খেলা কঠিন হয়ে যাবে তাঁদের।

সব দিক বিবেচনা করে তাই শাস্ত্রী বলেছেন, ‘‘রোহিত আপাতত জাতীয় অ্যাাডেমিতে রয়েছে। কবে ও অস্ট্রেলিয়া উড়ে আসতে পারবে, সে সিদ্ধান্ত নেবে বোর্ডই। কিন্তু বেশি দিন অপেক্ষা করতে বলা হলে টেস্টে খেলা কঠিন হয়ে যাবে ওদের। কারণ, নিভৃতবাসেই কেটে যাবে ১৪ দিন। তাই টেস্টে ওদের পাওয়া যাবে কিনা, তা নিয়ে প্রশ্ন তো রয়েইছে।’’

Advertisement

আরও পড়ুন: জোড়া গোল গোয়ার ইগরের, ২ গোলে এগিয়ে থেকেও ড্র করলেন সুনীলরা

১৭ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু প্রথম টেস্ট। সীমিত ওভারের সিরিজ শুরু ২৭ নভেম্বর থেকে। তাই শাস্ত্রী বলে দেন, ‘‘সাদা বলের ক্রিকেটে রোহিতের খেলার কথা ছিল না। টেস্ট সিরিজেই খেলানো হবে বলে ঠিক হয়েছিল। কিন্ত আবারও বললাম, আগামী তিন-চার দিনের মধ্যে অস্ট্রেলিয়ার বিমান ধরতে না পারলে টেস্টে খেলা কঠিন হয়ে যাবে।’’

ইশান্ত শর্মার ক্ষেত্রেও একই নিয়ম। শাস্ত্রী বলে দেন, ‘‘দু'জনেই জাতীয় অ্যাকাডেমিতে আছে। সুতরাং নিয়ম একই।’’ সন্তানসম্ভবা স্ত্রী অনুষ্কা শর্মার পাশে থাকার জন্য প্রথম টেস্ট খেলার পরেই দেশে ফিরে যাবেন বিরাট কোহালি। ভারত অধিনায়কের এই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন শাস্ত্রী। তাঁর কথায়, ‘‘বিশেষ এই মুহূর্ত বার বার আসে না। ও যদি এই বিশেষ মুহূর্তে পরিবারের পাশে থাকতে চায়, তা হলে ক্ষতি কী? এটা তো সত্যি যে, এশিয়ার প্রথম অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে একমাত্র টেস্ট সিরিজ জয়ের রেকর্ড বিরাটেরই। গত পাঁচ-ছ'বছরে ভারতীয় ক্রিকেটের উত্থানের নেপথ্য নায়কও বিরাট।’’ অস্ট্রেলিয়ায় শেষ টেস্টে কি বিরাটের ফেরার সম্ভাবনা আছে? শাস্ত্রীর উত্তর, ‘‘বর্তমান নিভৃতবাসের নিয়মে একেবারেই সম্ভব নয়। আগামী কয়েক দিনের মধ্যে যদি নিভৃতবাসের নিয়ম শিথিল হয়, সে ক্ষেত্রে ভেবে দেখা যেতে পারে।’’

আরও পড়ুন: কোহালির অনুপস্থিতি ভারতীয় দলে গভীর শূন্যতার সৃষ্টি করবে, বললেন চ্যাপেল

অ্যাডিলেডে প্রথম টেস্ট দিনরাতের। এখনও পর্যন্ত সাতটি দিনরাতের টেস্ট খেলেছে অস্ট্রেলিয়া। ভারত একটি দিনরাতের টেস্ট খেলেছে বাংলাদেশের বিরুদ্ধে। তাই শাস্ত্রী বলেছেন, ‘‘গোলাপি বলের টেস্টে অস্ট্রেলিয়া অনেকটাই এগিয়ে। আমাদের একটি ম্যাচের ভাল অভিজ্ঞতা আছে। যদিও বিপক্ষ ছিল বাংলাদেশ। বলা যেতে পারে, আমাদের কাছে শেখার আরও একটি সুযোগ থাকছে।’’ রোহিতকে নিয়ে শাস্ত্রীর মন্তব্যের পরে সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়ে গিয়েছে। কবে তাঁদের ‘হিটম্যান’ অস্ট্রেলিয়া উড়ে যেতে পারবেন, তা নিয়েই উদ্বেগ বাড়ছে ভক্তদের। বল এখন বোর্ডের কোর্টে। সৌরভ গঙ্গোপাধ্যায়রা কী সিদ্ধান্ত নেন, সেটাই এখন দেখার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement