রোহন বোপান্না। — ফাইল চিত্র।
ফরাসি ওপেন জয়ের স্বপ্ন অধরাই থাকল রোহন বোপান্নার। পুরুষদের ডাবলস সেমিফাইনালে তাঁর এবং ম্যাথু এবডেনের দ্বিতীয় বাছাই জুটি ৫-৭, ৬-২, ২-৬ গেমে হেরে গেল একাদশ বাছাই ইটালির সিমোন বোলেলি-আন্দ্রেয়া ভাভাসোরি জুটির কাছে।
এই মুহুর্তে এটিপি ডাবলস ক্রমতালিকায় শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার এবডেন। দু’নম্বরে রয়েছেন ভারতের বোপান্না। অথচ শেষ চারের লড়াইয়ে তাঁদের খেলা দেখে কখনও মনে হয়নি, জিততে পারেন। বিশেষ করে বোপান্নার খেলায় বৃহস্পতিবার দেখা যায়নি চেনা দাপট। ম্যাচের গুরুত্বপূর্ণ সময় বেশ কিছু আনফোর্সড এরর করেছেন। বিশ্বের সেরা দুই ডাবলস খেলোয়াড়ের বোঝাপড়ার মধ্যেও ফাঁক দেখা গিয়েছে একাধিক বার।
শুরুটা অবশ্য খারাপ করেননি বোপান্না-এবডেন। প্রথম সেটে তাঁরা ৪-১ গেমে এগিয়েও যান। তার পরই খেলার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় বোলেলি-ভাভাসোরি জুটি। টানা চার গেম জিতে ৫-৪ ব্যবধানে এগিয়ে যান তাঁরা। এর পর আর সেট জিততে পারেননি বোপান্নারা। শেষ পর্যন্ত ৫-৭ ব্যবধানে হেরে যান তাঁরা।
প্রথম সেট হারার পর দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান বোপান্নারা। তাঁদের দাপুটে টেনিসের সামনে কার্যত দাঁড়াতে পারেনি ইটালির জুটি। ৬-২ ব্যবধানে সেট জিতে ম্যাচে সমতা ফেরায় ফরাসি ওপেনের দ্বিতীয় বাছাই জুটি। সে সময় মনে হচ্ছিল ফর্ম ফিরে পাওয়া বোপান্নাদের ফাইনালে ওঠা সময়ের অপেক্ষা। কিন্তু বোলেলি-ভাভাসোরি জুটি হাল ছাড়েনি। তৃতীয় সেটে মরিয়া হয়ে আগ্রাসী টেনিস খেলতে শুরু করেন তাঁরা। এই সেটে আবার কার্যত দাঁড়াতে পারলেন না বোপান্নারা। তৃতীয় গেমেই বোপান্না-এবডেন জুটি সার্ভিস ভেঙে এগিয়ে যান তাঁরা। চেষ্টা করেও এই ব্যবধান কমাতে পারেননি বোপান্নারা। তৃতীয় সেটে পিছিয়ে পড়ে তাঁরা কিছুটা চাপেও পড়ে যান। ভুল করতে শুরু করেন। শেষ পর্যন্ত ২-৬ ব্যবধানে সেট হেরে ম্যাচও খোয়ায় ভারতীয়-অস্ট্রেলীয় জুটি।
বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে চ্যাম্পিয়ন হয়েছিলেন বোপান্নারা। দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যামে সেই সাফল্য ধরে রাখতে পারলেন না তাঁরা। বিদায় নিতে হল সেমিফাইনাল থেকেই।