Sport News

রলঁ গারোসে না খেলায় সমালোচিত ফেডেরার

ফরাসি ওপেনের প্রতিযোগিতা পরিচালন কমিটির প্রধান গি ফগে তো একহাত নিলেন কুড়ি বারের গ্র্যান্ড স্ল্যামজয়ীকেও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ জুন ২০১৮ ০৪:৪১
Share:

—ফাইল চিত্র।

উইম্বলডনের জন্য নিজেকে তরতাজা রাখতে রজার ফেডেরার এ বারের ফরাসি ওপেনে খেলছেন না। ব্যাপারটা ভাল ভাবে নেননি রলঁ গারোসের দর্শকেরা। ফরাসি ওপেনের প্রতিযোগিতা পরিচালন কমিটির প্রধান গি ফগে তো একহাত নিলেন কুড়ি বারের গ্র্যান্ড স্ল্যামজয়ীকেও।

Advertisement

ফগের মতে, প্যারিস সাঁ জারমাঁর খেলায় নেমার (দ্য সিলভা স্যান্টোস জুনিয়র) না থাকলে যেমন, ফরাসি ওপেনেও রজারের অনুপস্থিতি ঠিক তেমনই। ব্রাজিলীয় মহাতারকা ফুটবলার পায়ের পাতায় চোট পাওয়ায় ফরাসি ফুটবল ক্লাবের হয়ে চার মাস খেলেননি। যদিও ফগের ঘোষণা, ফেডেরার না থাকলেও রবিবার পুরুষদের ফাইনাল দেখতে ফিলিপ শতিয়ে স্টেডিয়ামে একটি আসনও খালি থাকবে না।

এখানেই থামেননি ফ্রান্সের প্রাক্তন টেনিস তারকা ফগে। তাঁর চাঞ্চল্যকর মন্তব্য, ‘‘ফরাসি ওপেনে না খেলাটা রজারের কাছে লজ্জা। অথচ ওর না খেলাটা অযৌক্তিক। অন্যদের খেলা দেখে মনে হয়েছে, এখনও ও ক্লে কোর্টে অন্যতম সেরা খেলোয়াড়।’’ সঙ্গে যোগ করেছেন, ‘‘ক্লে কোর্টে সেরা তিন জনের কথা বললে, রজারকে রাখতেই হবে। রলঁ গারোসের দর্শকদের কথা ভাবলে সত্যিই খারাপ লাগে। আমি ভাল করেই জানি ওরা কতটা হতাশ হয়েছে।’’

Advertisement

ফগের আরও কথা, ‘‘অবশ্যই আমরা চেয়েছিলাম নাদাল বনাম ফেডেরার ম্যাচ হোক। আপনি পিএসজি-র খেলার টিকিট কাটলে অবশ্যই নেমারকে দেখতে চাইবেন। তাই না? তবে ভাববেন না, পুরুষদের ফাইনালের টিকিট বিক্রি নিয়ে আমি উদ্বিগ্ন। ফাইনালে যেই খেলুক, গ্যালারি ভর্তি থাকবেই।’’ ফগে অবশ্য স্বীকার করেছেন, হালফিলের টেনিসে সেই অর্থে মহানায়কের সংখ্যা কমে আসছে। বলেছেন, ‘‘নতুনদের অনেকেই ভাল খেলছে। কিন্তু ওদের সব চেয়ে বড় সমস্যা, ধারাবাহিকতার অভাব। লোকে বুঝতে পারছে না, এখন টেনিসে কে বা কারা একাধিপত্য দেখাচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement