অস্ট্রেলীয় ওপেন জিতে রজার ফেডেরার। ছবি: টুইটার সৌজন্যে।
কেন তাঁকে টেনিস সার্কিটের ‘রাজা’ বলা হয় তা ফের এক বার প্রমাণ করে দিলেন রজার ফেডেরার। ৩৬ বছর বয়সে ছিনিয়ে নিলেন এটিপি র্যাঙ্কিং-এর শীর্ষস্থান। ২০১২-এর পর এই প্রথম এক নম্বর স্থান ফিরে পেলেন তিনি।
এর আগে সবচেয়ে বেশি বয়সে এক নম্বর হওয়ার রেকর্ড ছিল আন্দ্রে আগাসির দখলে। ৩৩ বছর বয়সে টেনিস সার্কিটে এক নম্বর স্থান অর্জন করেছিলেন আগাসি। আন্দ্রে আগাসির রেকর্ড টপকে টেনিসের ইতিহাসে বয়স্কতম প্লেয়ার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন রজার।
এবিএন আমরো ওর্য়াল্ড টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের ম্যাচে ডাচ প্লেয়ার রবিন হাসিকে হারিয়ে শীর্ষস্থান ফিরে পান রজার। ওই ম্যাচে রবিনকে ৪-৬, ৬-১, ৬-১ ব্যবধানে হারান ফেডেরার।
আরও পড়ুন: আমার চেয়েও ভাল খেলোয়াড় আসুক: সানিয়া
আরও পড়ুন: প্রত্যাবর্তনে হেরেও প্রত্যয়ী সেরিনা
শীর্ষ স্থান ফিরে পেয়ে উচ্ছ্বসিত রজার বলেন, “আমি বিশ্বাসই করতে পারছি না! ৩৬ বছর বয়সে এক নম্বর স্থান ফিরে পেয়ে ভাল লাগছে। প্রায় ৩৭ বছর হতে চলল। এই বয়সে শীর্ষস্থান ফিরে পাওয়াটা স্বপ্ন সত্যি হওয়ার মতো।”