রবিন ফান পার্সি। ছবি: সংগৃহিত।
গত রবিবারের ঘটনা। খেলা চলছিল। খেলছিলেন প্রাক্তন আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার। তাঁর দলের হয়ে প্রথম গোলের মুখও খুলেছিলেন তিনি। কিন্তু হঠাৎই দূর্ঘটনা। ম্যাচের মধ্যে মাথায় ও চোখে ভয়ঙ্কর আঘাত পান তিনি। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন। রক্তে ভরে যায় চোখ-মুখ। মাঠের বাইরে নিয়ে গেলে দেখা যায় আঘাত লেগেছে চোখে। রক্তও পড়ছে চোখ দিয়েই। তাতে রীতিমতো চিন্তায় পড়ে যায় টিম ম্যানেজমেন্ট। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
চিকিৎসার পর তিনি আবার মাঠে ফিরে আসেন। যদিও আর খেলতে পারেননি। কিন্তু তখনও চোখে দেখতে সমস্যা হচ্ছিল। যদিও পরে স্বয়ং ফান পার্সিই ইনস্টাগ্রামে জানান তিনি সুস্থ আছেন। চোট গুরুতর নয়। ‘‘আমি দলের রেজাল্টে খুব খুশি। এখন পরের খেলায় মন দিতে চাইছি।’’
ফান পার্সির ইনস্টাগ্রাম বার্তা
আরও খবর
মেসি ৫০০