ঋষভে আস্থা রাখছেন সহবাগ।
ইংল্যান্ডে আগামী বছর হতে চলা বিশ্বকাপ ক্রিকেটে মহেন্দ্র সিংহ ধোনিকেই উইকেটকিপার হিসেবে দেখতে চাইছেন বীরেন্দ্র সহবাগ। একইসঙ্গে, এমএসডির উত্তরসূরি হিসেবে ঋষভ পন্থকে বেছে নিয়েছেন তিনি।
সম্প্রতি ওয়ানডে ক্রিকেটে ধোনির পারফরম্যান্স নিয়ে অনেক সমালোচনা হয়েছে। রানের গতি বাড়াতে পারছেন না তিনি, বলছেন সমালোচকরা। এই অবস্থায় একদিনের দলে ঋষভকে অন্তর্ভুক্ত করার দাবি ক্রমশ বাড়ছে। এখনও পর্যন্ত চারটি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। একদিনের ক্রিকেটে অভিষেক হয়নি তাঁর। এশিয়া কাপের দলেও রাখা হয়নি তাঁকে।
বীরু অবশ্য সাফ বলেছেন, “এখন থেকেই যদি পন্থকে একদিনের ক্রিকেটে খেলানো হয়, তা হলেও ১৫-১৬টার বেশি ম্যাচ পাবে না বিশ্বকাপের আগে। অন্যদিকে, ধোনি একাই তিনশোর বেশি ম্যাচ খেলেছে। তাই বিশ্বকাপ পর্যন্ত ধোনিই খেলুক। তবে ধোনির উত্তরসূরি হওয়ার মতো সঠিক মানসিকতা রয়েছে পন্থের। আমি চাই ধোনি নিজেই যেন অবসরের সময় ব্যাটন তুলে দেয় পন্থকে।” প্রসঙ্গত, সদ্য কেনিংটন ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ টেস্টে শতরান করেছেন কুড়ি বছর বয়সী পন্থ।
আরও পড়ুন: ৪-১ হারা সিরিজে বিরাট-ধওয়ন-শামিরা কে কত নম্বর পেলেন
আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচ চাইলেন শাস্ত্রী
(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)