Rishabh Pant

অ্যাডিলেডে ১১ ক্যাচ, বিশ্বরেকর্ড স্পর্শ ঋষভের

অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্য সমাপ্ত টেস্টে বিশ্বরেকর্ডও স্পর্শ করলেন তরুণ উইকেটরক্ষক ঋষভ পন্থ। উইকেটরক্ষক হিসেবে দুই ইনিংস মিলিয়ে ১১ ক্যাচ ধরলেন তিনি। যার সুবাদে ঋষভ পন্থ জায়গা করে নিলেন ইংল্যান্ডের উইকেটকিপার জ্যাক রাসেল ও দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক এবি ডি’ভিলিয়ার্সের সঙ্গে একই বন্ধনীতে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০১৮ ১৪:৪০
Share:

অ্যাডিলেডে নজির গড়ে উচ্ছ্বাস ঋষভের। ছবি: এএফপি

চার দশক পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতল ভারত। সেই সঙ্গে প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে জয় দিয়ে শুরু করল টেস্ট সিরিজ। একইসঙ্গে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্য সমাপ্ত টেস্টে বিশ্বরেকর্ডও স্পর্শ করলেন তরুণ উইকেটরক্ষক ঋষভ পন্থ

Advertisement

উইকেটরক্ষক হিসেবে দুই ইনিংস মিলিয়ে ১১ ক্যাচ ধরলেন তিনি। যার সুবাদে ঋষভ পন্থ জায়গা করে নিলেন ইংল্যান্ডের উইকেটকিপার জ্যাক রাসেল ও দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক এবি ডি’ভিলিয়ার্সের সঙ্গে একই বন্ধনীতে। সোমবার অ্যাডিলেডে মিচেল স্টার্কের ক্যাচ নিয়ে এক টেস্টে ১১টি ক্যাচের ভারতীয় রেকর্ডও গড়লেন তিনি।

ভারতীয় উইকেটকিপার হিসেবে এক টেস্টে সব থেকে বেশি উইকেট নেওয়ার রেকর্ড এতদিন ছিল ঋদ্ধিমান সাহার। এক টেস্টে ১০টি ক্যাচ নিয়েছিলেন ঋদ্ধিমান সাহা। চলতি বছরের শুরুতেই কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে এই নজির গড়েন ঋদ্ধি। এদিন ঋষভ ছাপিয়ে গেলেন ঋদ্ধিকে।

Advertisement

আরও পড়ুন: জয় দিয়ে টেস্ট সিরিজ শুরু অস্ট্রেলিয়ায়! হ্যাঁ, এই প্রথমবার

ঋষভের আগে বিশ্বক্রিকেটে এক টেস্টে ১১টি ক্যাচ ধরার নজির গড়েছিলেন ইংল্যান্ডের উইকেটকিপার জ্যাক রাসেল। ১৯৯৫ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোহানেসবার্গে এই নজির গড়েন ইংরেজ উইকেটকিপার। ২০১৩ সালে জোহানেসবার্গেই দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্সও পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে ১১টি ক্যাচ ধরে এই নজিরে ভাগ বসিয়েছিলেন।

আরও পড়ুন: পাঁচ মহাদেশেই টেস্ট জয়, প্রথম এশীয় ক্যাপ্টেন হিসেবে বিরাট নজির

ঋষভ অবশ্য এই টেস্টে আরও দুটো ক্যাচ নিতে পারতেন। সোমবার প্রথম স্লিপের কাছে আসা নাথান লিয়নের ক্যাচ তিনি ফেলেন। তাঁর হাতে লেগে বেরিয়ে যায় ক্যাচ। তুলনায় টিম পেনের ক্যাচ কঠিন ছিল। বাঁ-দিকে ঝাঁপাতে হয় তাঁকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement