Sports News

জিকা ভাইরাস ঠেকাতে গেমস ভিলেজে রেকর্ড কন্ডোম

আর ১০ দিন পর রিওতে অলিম্পিক শুরু হবে। এর মধ্যেই বিতর্কে জড়াল অস্ট্রেলিয়ার অ্যাথলিট টিম। তাঁদের দাবি, রিও ভিলেজ নিরাপদ নয়। এমন কী জল, বিদ্যুতের ঠিক মতো ব্যবস্থা নেই। যদিও এ সব অভিযোগে কর্ণপাত করছে না রিও কর্তৃপক্ষ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৬ ১৬:৫২
Share:

আর ১০ দিন পর রিওতে অলিম্পিক শুরু হবে। এর মধ্যেই বিতর্কে জড়াল অস্ট্রেলিয়ার অ্যাথলিট টিম। তাঁদের দাবি, রিও ভিলেজ নিরাপদ নয়। এমন কী জল, বিদ্যুতের ঠিক মতো ব্যবস্থা নেই। যদিও এ সব অভিযোগে কর্ণপাত করছে না রিও কর্তৃপক্ষ। আকারে- আয়তনে এবং সাজসজ্জায় দেখার মতো এই ভিলেজ। একত্রিশটা বিল্ডিং রয়েছে। সাড়ে দশ হাজার অ্যাথলিট ও সাত হাজার স্টাফ থাকবে রিও-র এই ভিলেজে। এক ঝলকে দেখা নেওয়া যাক চোখ ধাধানো রিও ভিলেজের ইতিউতি। (ছবি-রয়টার্স)

Advertisement

আরও খবর- টেস্টে ‘বিরাট’ জয়ে যে নজিরগুলো গড়ল ভারত

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement