লক্ষ্য: জয়ের ধারা বজায় রাখতে মরিয়া জিদান। ফাইল চিত্র
লা লিগায় এস্পানিয়লের বিরুদ্ধে খেলতে নামার আগে রিয়াল মাদ্রিদ ম্যানেজার জিনেদিন জিদান বলে দিলেন, তিনি এখন লিগ টেবলের দিকে তাকাবেনই না। ‘‘এস্পানিয়ল দারুণ একটা টিম। এ বছর খুব ভাল ফুটবল খেলেছে। আমি জানি, ওদের হারাতে গেলে আমাদের দারুণ খেলতে হবে। শুধু সেটা নিয়েই ভাবছি। লিগ টেবলের দিকে তাকাতে চাই না,’’ বলে দিয়েছেন জিদান।
রিয়াল ম্যানেজার জোর দিতে চান সুন্দর ফুটবল খেলার উপরে। তিনি মনে করেন, দিনের শেষে ফুটবলে যে ভাল খেলে সে-ই জিতবে। ‘‘আমরা একটা ছন্দ পেয়ে গিয়েছি। সেটাকে ধরে রাখতে চাই। আর তার জন্য প্রত্যেকটা ম্যাচে খেলতে নেমে সেরা পারফরম্যান্স করাটা জরুরি। আমাদের লক্ষ্যটা মাথায় রাখতে হবে। যখন আমাদের পায়ে বল থাকবে, আক্রমণ করতে হবে। যখন আমাদের পায়ে বল থাকবে না, ভাল করে রক্ষণ সামলাতে হবে।’’
চলতি বছরে তাঁর দলের পারফরম্যান্স নিয়ে হতাশা তৈরি হলেও এখন দারুণ ছন্দ ফিরে এসেছে। মঙ্গলবার রাতের ম্যাচে এস্পানিয়লের বিরুদ্ধে খেলতে নামার আগে শেষ সাতটি ম্যাচ ধরে লা লিগায় অপরাজিত রয়েছে রিয়াল। এর মধ্যে ছ’টি ম্যাচ তারা জিতেছে এবং তিরিশটি গোলও করেছে। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে নেমারদের শক্তিশালী প্যারিস সঁ জারমঁ-কে ৩-১ গোলেও হারিয়েছে। এই সাত ম্যাচের অপরাজিত দৌড়ের আগে দশটি ম্যাচের মধ্যে মাত্র চারটিতে জিতেছিলেন রোনাল্ডো-রা। সেই কারণেই গোটা দল এবং ম্যানেজার তোপের মুখে পড়েছিলেন।
তবে জিদানের সতর্কতার কারণও রয়েছে। এস্পানিয়ল তাদের ঘরের মাঠে এ বারেই বার্সেলোনা এবং আতলেতিকো দে মাদ্রিদ-কে হারিয়েছে। দ্বিতীয় পর্বেও মেসি-রা প্রায় হেরে গিয়েছিলেন। ৮৬ মিনিটে গোল শোধ করে রক্ষা পান। এমন দলের বিরুদ্ধে মঙ্গলবার খেলতে নামার আগে স্বাভাবিক ভাবেই জিদানের মুখে সংযত ধ্বনি। ‘‘প্রত্যেক ম্যাচে শূন্য থেকে নতুন করে শুরু করতে হয়। আমরা জানি, কঠিন একটা মাঠে খেলা আমাদের।’’
লা লিগায় শেষ ম্যাচে গত শনিবার আলাভেস-কে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল রিয়াল। বিবিসি-র তিন জনেই— বেল, বেঞ্জেমা, ক্রিশ্চিয়ানো— সেই ম্যাচে গোল করেছিলেন। বেল-কে নিয়ে উদ্বেগকেও গুরুত্ব দিতে চান না জিদান। ‘‘আমার তো মনে হচ্ছে, বেল একদম ঠিক আছে। আগের ম্যাচে দারুণ খেলেছে। নিজে গোল করেছে, ম্যাচকে নিয়ন্ত্রণও করেছে।’’ অধিনায়ক সের্জিও র্যামোস ফিরছেন নির্বাসন কাটিয়ে। জিদান বলে দিচ্ছেন, ‘‘র্যামোস এই দলের সেরা অধিনায়ক। যে কেউ তার মতামত দিতে পারে কিন্তু এই ক্লাবে র্যামোসের যোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করা ওর প্রতি অসম্মানজনক। ও এক জন আদর্শ নেতা।’’ তবে রিয়ালের প্রথম দলের গুরুত্বপূর্ণ সদস্যদের মধ্যে লুকা মড্রিচ, টোনি ক্রুস এবং মার্সেলো চোটের কারণে এই ম্যাচেও নামতে পারবেন না।