৪৪ পাসে বিস্ময় গোল রিয়ালের

রবিবার রাতে দেপোর্তিভো লা করুনা-কে ৩-০ উড়িয়ে লা লিগায় অভিযান শুরু করল রিয়াল মাদ্রিদ। দুরন্ত জয়ের রাত স্মরণীয় হয়ে থাকল ক্যাসিমিরো-র বিস্ময় গোলে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ অগস্ট ২০১৭ ০৪:২৬
Share:

অবিশ্বাস্য! চুয়াল্লিশ পাসে গোল করে ফুটবল বিশ্বকে চমকে দিলেন কার্লোস হেনরিক ভেনানসিও ক্যাসিমিরো!

Advertisement

রবিবার রাতে দেপোর্তিভো লা করুনা-কে ৩-০ উড়িয়ে লা লিগায় অভিযান শুরু করল রিয়াল মাদ্রিদ। দুরন্ত জয়ের রাত স্মরণীয় হয়ে থাকল ক্যাসিমিরো-র বিস্ময় গোলে। অ্যাওয়ে ম্যাচে ২০ মিনিটে গ্যারেথ বেলে-র গোলে এগিয়ে যায় রিয়াল। তার সাত মিনিট পরেই গোল করেন ব্রাজিল জাতীয় দলের মিডফিল্ডার। ম্যাচের ২৭ মিনিটে যে আক্রমণ শুরু মার্কোস লরেন্তের সঙ্গে গোলরক্ষক কেইলোর নাভাসের ওয়াল পাস থেকে। নিজেদের মধ্যে মোট চুয়াল্লিশটি পাস খেলে বিপক্ষের পেনাল্টি বক্সে পৌঁছে গোল করেন ক্যাসিমিরো। সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে, রিয়ালের প্রত্যেকেরই অবদান রয়েছে এই গোলের নেপথ্যে। ম্যাচের পর উচ্ছ্বসিত রিয়াল ম্যানেজার জিনেদিন জিদান বলেছেন, ‘‘আমরা অনুশীলনে এই ভাবে গোল করার চেষ্টাই করি। এখানেও তাই হয়েছে। মাঠ ভাল না হওয়া সত্ত্বেও এই ধরনের গোল হলে ভাল তো লাগবেই।’’

রিয়াল শিবিরে ক্যাসিমিরোর বিস্ময় গোলের উচ্ছ্বাস অবশ্য ফিকে হয়ে গিয়েছে সের্জিও র‌্যামোসের কার্ড বিতর্কে। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে দ্বিতীয় বার হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন রিয়াল অধিনায়ক। লা লিগায় এই নিয়ে মোট আঠারো বার লাল কার্ড দেখলেন র‌্যামোস। ৩১ বছর বয়সি স্প্যানিশ ডিফেন্ডার ছুঁয়ে ফেললেন প্রাক্তন বার্সেলোনা এবং সেভিয়া ডিফেন্ডার পাবলো আলফারোর নজিরকে। যে প্রসঙ্গে জিদান বলেছেন, ‘‘দূরে থাকায় দেখতে পাইনি। তবে কোনও ফুটবলারের মাঠের বাইরে চলে যাওয়া আমি একদম পছন্দ করি না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement