India

WTC: নয়ের দশকের আদলে তৈরি সোয়েটার গায়ে চাপিয়ে আবেগপ্রবণ রবীন্দ্র জাডেজা

গত অস্ট্রেলিয়া সফরে সিডনি টেস্টে ব্যাট করার সময় ডান হাতে চোট পান এই অলরাউন্ডার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ মে ২০২১ ১৫:০৮
Share:

বিশ্ব টেস্ট ফাইনাল খেলতে মুখিয়ে আছেন রবীন্দ্র জাডেজা। ছবি - টুইটার

বিশ্ব টেস্ট ফাইনালের দামামা আগেই বেজে গিয়েছিল। এ বার ভারতীয় দলের জার্সির আদল প্রকাশ্যে চলে এল। শনিবার টুইটারে একটি ছবি পোস্ট করেছেন রবীন্দ্র জাডেজা। সেই ছবিতে দেখা যাচ্ছে নয়ের দশকের আদলে তৈরি সোয়েটার গায়ে চাপিয়েছেন জাড্ডু।

Advertisement

আট, নয়ের দশকে কিংবা এর আগে এমন ধরনের সোয়েটার গায়ে চাপিয়ে ক্রিকেটাররা মাঠে নামতেন। জাডেজার গায়ে চাপানো এই সোয়েটার দেখে যেন সেই পুরনো দিনগুলো ফিরে এল। জাড্ডুও তাই ছবির পাশে লিখেছেন, ‘যেন ৯০-এ ফিরে গেলাম।’

গত অস্ট্রেলিয়া সফরে সিডনি টেস্টে ব্যাট করার সময় ডান হাতে চোট পান এই অলরাউন্ডার। সেই জন্য ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজেও খেলতে পারেননি। তবে আসন্ন বিশ্ব টেস্ট ফাইনাল ও ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের জন্য তাঁকে দলে নেওয়া হয়েছে।

Advertisement

জো রুটদের বিরুদ্ধে গত টেস্ট সিরিজে দারুণ বোলিং করে নজর কেড়েছিলেন অক্ষর পটেল। তাই বিলেত সফরের আগামী ছয় টেস্টে অধিনায়ক বিরাট কোহলী কোন স্পিনারদের সুযোগ দেন সেটাই দেখার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement