জাডেজাকে অভিনন্দন কোহালির। ছবি: এএফপি।
অশ্বিনের পর শ্রীলঙ্কার মাটিতে রেকর্ড গড়লেন বাঁ হাতি স্পিনার রবীন্দ্র জাডেজা। মাত্র ৩২টি টেস্ট খেলে ১৫০ উইকেট নেওয়ার নজির গড়লেন সৌরাষ্ট্রের এই ক্রিকেটার। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় বোলার হিসবে দ্রুততম ১৫০ টেস্ট উইকেট দখলের কৃতিত্ব অর্জন করলেন জাডেজা।
আরও পড়ুন: ফের পাঁচে পাঁচ অশ্বিনের, সামনে আর যারা রইলেন
প্রথম স্থানে আছেন জাডেজার অন্যতম সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন। মাত্র ২৯টি টেস্ট খেলে ১৫০ উইকেট নিয়েছিলেন অশ্বিন।
আরও পড়ুন: কলম্বোতেও বিরাট জয়ের হাতছানি! ফলো অন করে লড়ছে শ্রীলঙ্কা
শনিবার কলম্বো টেস্টে শ্রীলঙ্কার প্রথম ইনিংস চলাকালীন ১৫০ উইকেট নেওয়ার নজির গড়েন আইসিসি তালিকার শীর্ষে থাকা ‘জাড্ডু’। রবীন্দ্র জাডেজার ১৫০তম শিকার ছিলেন শ্রীলঙ্কার ধনঞ্জয় ডি’সিলভা।
অন্য দিকে, সম সংখ্যক উইকেট নিতে কিংবদন্তি স্পিনার এরাপল্লি প্রসন্ন এবং অনিল কুম্বলের লেগেছিল ৩৪টি টেস্ট। হরভজন সিংহ এই কৃতিত্ব অর্জন করেছিলেন ৩৫টি টেস্ট খেলে।
তবে, বাঁ হাতি স্পিনারদের মধ্যে জাডেজাই দ্রুততম ১৫০ উইকেট নেওয়ার নজির গড়লেন। জাডেজার পরে আছেন বিনু মাঁকড়(৪০ টেস্ট), বিষেণ সিংহ বেদী(৪১ টেস্ট), রবি শাস্ত্রী (৭৮ টেস্ট)।