Cricket

কোন ক্রিকেটারকে সবচেয়ে ভয় পেতেন? অশ্বিন বললেন...

যে কোনও মুহূর্তে ভয়ঙ্কর হয়ে উঠতেন প্রাক্তন অজি তারকা। তাঁকে দেখলে ভয় পেতেন প্রায় সব বোলারই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২০ ১৪:১৬
Share:

বল হাতে এখনও ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন অশ্বিন। —ফাইল চিত্র।

কোন ক্রিকেটারকে প্রথম বার দেখা মাত্রই ভয় পেয়ে গিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন? টুইটারে এক ক্রিকেটভক্ত এমনই প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন ভারতের তারকা অফ স্পিনারকে। এক মুহূর্ত না ভেবে অশ্বিন অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার ম্যাথু হেডেনের নাম নেন।

Advertisement

শুধু অশ্বিন নন, প্রাক্তন অজি তারকাকে ব্যাট হাতে দেখলে ভয় পেতেন অনেকেই। যে কোনও মুহূর্তে ভয়ঙ্কর হয়ে উঠতেন হেডেন। ২০০৩ বিশ্বকাপ ফাইনালে হেডেন ও গিলক্রিস্ট শুরুতেই ভারতের ক্যাম্প থেকে ম্যাচ নিয়ে চলে গিয়েছিলেন নিজেদের সাজ ঘরে।

আইপিএল-এ মঙ্গুজ ব্যাট হাতে বিস্ফোরণ ঘটিয়েছিলেন এই বাঁ হাতি ওপেনারও। খুব সামনে থেকে হেডেনকে দেখেছেন অশ্বিন। প্রাক্তন অজি তারকা যে ব্যাট হাতে ভীতিপ্রদ ছিলেন, তা অশ্বিনের আগে বলেছেন অনেক বোলারই।

Advertisement

আরও পড়ুন: ‘১৩০ কোটি মানুষ খুশি হবে জানলে রোজ সচিনের হাতে ছয় খেতাম’

শুধু হেডেনকে নিয়ে নয়, অশ্বিনকে প্রশ্ন করা হয়েছিল, কোন তিন জন ক্রিকেটারকে তিনি দলে নিতে চাইবেন? অশ্বিন বলেন, ‘‘সচিন তেন্ডুলকর, চেতেশ্বর পূজারা ও জাহির খান।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement