রোহিত শর্মা: নিদাহাস ট্রফিতে ৫ ম্যাচে রোহিতের সংগ্রহ ১৭৩। স্ট্রাইক রেট ১৩৬.২২। পারফরম্যান্সের নিরিখে রেটিং: ৭।
শিখর ধবন: এই টুর্নামেন্টে ভারতের হয়ে সর্বোচ্চ রান করেছেন শিখর। ফাইনাল ম্যাচে শিখরের ব্যাট থেকে বড় রান না এলেও গোটা টুর্নামেন্টে ধারাবাহিকতা দেখিয়েছিলেন তিনি। ৫ ম্যাচে তাঁর সংগ্রহ ১৯৮। স্ট্রাইক রেট ১৪৫.৫৮। পারফরম্যান্সের নিরিখে রেটিং: ৮।
সুরেশ রায়না: সদ্য সমাপ্ত ত্রিদেশীয় এই সিরিজে ৫টি ম্যাচেই সুযোগ পেয়েছেন সুরেশ। কিন্তু প্রতি ম্যাচে সুযোগ পেলেও ভাল পারফরম্যান্স করতে পারেননি রায়না। তাঁর সংগ্রহ ১০৩। স্ট্রাইক রেট ১৩২.০৫। পারফরম্যান্সের নিরিখে রেটিং: ৬.৫।
মণীশ পাণ্ডে: নিদাহাস ট্রফিতে ৫ ম্যাচে মণীশের সংগ্রহ ১৩৪। স্ট্রাইক রেট ১১৯.৬৪। পারফরম্যান্সের নিরিখে রেটিং: ৭।
দীনেশ কার্তিক: গোটা টুর্নামেন্টে রোহিতের সংগ্রহ ৮৫ হলেও ভারতের এই ত্রিদেশীয় সিরিজ জয়ের মূল কারিগরই কার্তিক। কার্তিকের স্ট্রাইক রেট: ১৯৭.৬৭। পারফরম্যান্সের নিরিখে রেটিং: ৯.৫।
ঋষভ পন্থ: নিদাহাস ট্রফিতে মাত্র ২ ম্যাচ খেলে পন্থের সংগ্রহ ৩০। স্ট্রাইক রেট: ৯৬.৭৭। পারফরম্যান্সের নিরিখে রেটিং: ২.৫।
কেএল রাহুল: ৩ ম্যাচে রাহুলের মোট রান ৪২। স্ট্রাইক রেট ১৩৫.৪৮। পারফরম্যান্সের নিরিখে রেটিং: ৪.৫।
বিজয় শঙ্কর: সদ্য সমাপ্ত এই ত্রিদেশীয় টুর্নামেন্টে ৫টি ম্যাচ খেলেছেন এই অলরাউন্ডার। পাঁচ ম্যাচে তাঁর সংগ্রহ ১৭, সঙ্গে নিয়েছেন ৩টি উইকেটও। পারফরম্যান্সের নিরিখে রেটিং: ৩.৫।
যুজবেন্দ্র চহাল: ৫ ম্যাচে ৬টি উইকেট নিয়েছেন এই রিস্ট স্পিনার। চহালের ইকনমি রেট বেশ ভাল। ৬.৪৫। পারফরম্যান্সের নিরিখে রেটিং: ৭.৫।
ওয়াশিংটন সুন্দর: ৫ ম্যাচে ৮টি উইকেট নিয়ে ইতিমধ্যেই আলোড়ন ফেলে দিয়েছেন এই তরুণ প্রতিভা। ওয়াশিংটনের ইকনমি রেট ৫.৭০। পারফরম্যান্সের নিরিখে রেটিং: ৯।
শার্দুল ঠাকুর: নিদাহাস ট্রফিতে ৫ ম্যাচ খেলে শার্দুলের ঝুলিতে রয়েছে ৬টি উইকেট। ইকোনমি রেট ৯.০২। পারফরম্যান্সের নিরিখে রেটিং: ৬।
জয়দেব উনাদকট: ৪ ম্যাচ খেলে জয়দেব উনাদকটের সংগ্রহ ৭টি উইকেট। ইকনমি রেট ৯.৯২। পারফরম্যান্সের নিরিখে রেটিং: ৫.৫।