Kapil Dev

‘হ্যাপি বার্থডে, লেজেন্ড!’ কপিলের জন্মদিনে শুভেচ্ছা জানালেন অন্য কপিল

কপিলের নেতৃত্বে ভারতের বিশ্বকাপ জয়ের পর ৫০ ওভারের ফরম্যাটে ফের বিশ্বজয়ী হতে লেগে গিয়েছে ২৮ বছর। ২০১১ সালে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে আরব সাগরের পারে ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২০ ১৫:০৩
Share:

এক ফ্রেমে বাস্তব ও সেলুলয়েডের কপিল। ছবি ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

বাস্তবের কপিল দেবকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন পর্দার ‘কপিল’ রণবীর সিংহ। ইনস্টাগ্রামে দু’জনের ছবি পোস্ট করে রণবীর লিখেছেন, “হ্যাপি বার্থডে, লেজেন্ড! আমাদের পথ দেখানোর জন্য ধন্যবাদ। আমাদের গর্বিত করেছেন আপনি। এ বার আমাদের পালা।”

Advertisement

১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ককে পর্দায় ফুটিয়ে তোলার দায়িত্ব এখন রণবীরের উপর। কপিল দেবের নেতৃত্বে ইংল্যান্ডের লর্ডসে সেই বিশ্বকাপ জয় পাল্টে দিয়েছিল ভারতীয় ক্রিকেটের গতিপথ। ফাইনালে ক্লাইভ লয়েডের ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিপ্লব ঘটিয়েছিলেন কপিলরা। সেই বিশ্বকাপ জয় নিয়েই বলিউডে তৈরি হচ্ছে সিনেমা। যার নাম ‘৮৩’। সেখানেই কপিলের ভূমিকায় রয়েছেন রণবীর। এর আগে কপিলের অনুকরণে রণবীরের নটরাজ শটের ছবি সাড়া ফেলেছিল নেটদুনিয়ায়। ক্রিকেটপ্রেমীরা এখন এই সিনেমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। যা এপ্রিলে মুক্তি পাওয়ার কথা।

কপিলের নেতৃত্বে ভারতের বিশ্বকাপ জয়ের পর ৫০ ওভারের ফরম্যাটে ফের বিশ্বজয়ী হতে লেগে গিয়েছে ২৮ বছর। ২০১১ সালে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে আরব সাগরের পারে ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া।

Advertisement

১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা ছিল অধিনায়ক কপিলের। জিম্বাবোয়ের বিরুদ্ধে তাঁর ১৭৫ রানের অসাধারণ ইনিংস চাপ কাটিয়ে জয়ের ভিত গড়ে দিয়েছিল। বিশ্বকাপ ফাইনালে ২১ রানে এক উইকেট নিয়েছিলেন তিনি। ভিভ রিচার্ডসের ক্যাচ অবিশ্বাস্য ভাবে নিয়ে কপিলই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। ফাইনালে জয় এসেছিল ৪৩ রানে।

Happy Birthday, Legend! Thank you for showing us the way ❤🙏🏽 You made us proud. Now it’s our turn... @83thefilm 🏏🏆 @therealkapildev @kabirkhankk @deepikapadukone @sarkarshibasish @mantenamadhu #SajidNadiadwala @vishnuinduri @reliance.entertainment @fuhsephantom @nadiadwalagrandson @vibrimedia @zeemusiccompany @pvrpictures

A post shared by Ranveer Singh (@ranveersingh) on

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement