নজর যাঁদের উপর। গোহেল, ঈশান ও পৃথ্বী।
একচল্লিশ বারের চ্যাম্পিয়ন বনাম আত্মবিশ্বাসে টগবগে একটা টিম।
রঞ্জি ট্রফির সর্বোচ্চ রানের মালিক বনাম সর্বোচ্চ উইকেট শিকারী।
রাজকোটে মুম্বই বনাম তামিলনাড়ু। নাগপুরে গুজরাত বনাম ঝাড়খণ্ড। রঞ্জি ট্রফির দুটো সেমিফাইনাল এ বার এতটাই জমজমাট যে, কোনটা ছেড়ে কোনটায় নজর রাখা যায়, ঠিক করা কঠিন।
মুম্বইয়ের একচল্লিশটা রঞ্জি ট্রফির তুলনায় তামিলনাড়ুর আছে মাত্র দুটো। তাই বলে কাউকে এগিয়ে বা কাউকে পিছিয়ে রাখা যাবে না। শেষ আটের যুদ্ধে দুটো টিমই রুদ্ধশ্বাস জয় পেয়ে তেতে রয়েছে। বিশাখাপত্তনমে মাত্র দু’দিনে কর্নাটককে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে উঠেছে তামিলনাড়ু। যে কর্নাটক টিমে ছিলেন জাতীয় দলে সাড়া ফেলে দেওয়া দুই তরুণ, করুণ নায়ার এবং লোকেশ রাহুল। অন্য দিকে রায়পুরে শেষ দিন ৩০ রানের ব্যবধানে জিতেছিল মুম্বই।
নতুন হেড কোচ হৃষিকেশ কানিতকরের অধীনে দারুণ ছন্দে রয়েছে তামিলনাড়ু। গ্রুপ পর্বে এ বার লাহলিতে তাদের তিন দিনে হারিয়ে দিয়েছিল মুম্বই। কিন্তু সেই ম্যাচের পর মুম্বই টিমে বেশ কিছু বদল হয়েছে। সেই ম্যাচে দশ উইকেট নেওয়া পেসার ধবল কুলকার্নির চোট। নেই নিয়মিত ওপেনার অখিল হেরওয়াদকর এবং শুভম রঞ্জনে। জাতীয় দলের অজিঙ্ক রাহানে এবং রোহিত শর্মাকেও ডাকা যাবে না, তাঁদেরও চোট। যদিও সতেরো বছরের পৃথ্বী সাউ-এর উপর নজর থাকবে।
নাগপুরে অবশ্য মাঠের দুই টিমকে ছাপিয়ে আগ্রহ থাকবে গ্যালারিতে। কারণ সেখানে হাজির থাকার কথা স্বয়ং মহেন্দ্র সিংহ ধোনির। যিনি ঝাড়খণ্ড টিমের মেন্টর। এবং যিনি প্রতিশ্রুতি দিয়েছেন, সেমিফাইনাল দেখতে নাগপুর আসবেন। ঝাড়খণ্ডের বাঁ-হাতি স্পিনাপ শাহবাজ নাদিম ৫০ উইকেট নিয়ে আপাতত এ বারের রঞ্জির সর্বোচ্চ উইকেটের মালিক। আবার তাঁর বিপক্ষে থাকছেন প্রিয়াঙ্ক পাঞ্চাল, যাঁর মরসুমে রানের সংখ্যা ১১০০ ছাড়িয়ে গিয়েছে।
গুজরাত বা ঝাড়খণ্ড ঘরোয়া ক্রিকেটে হেভিওয়েট নাম না হলেও তাদের টানছে নতুন-পুরনো কয়েকটা নাম। যেমন গুজরাত ওপেনার সমিত গোহেল। অপরাজিত ৩৫৯ করে যিনি প্রথম শ্রেণির ক্রিকেটে বিশ্বরেকর্ডের মালিক। যেমন ঝাড়খণ্ডের তরুণ বাঁ-হাতি ঈশান কিষাণ, দিল্লির বিরুদ্ধে যিনি ২৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে দিয়েছেন। যেমন গুজরাত অধিনায়ক পার্থিব পটেল। প্রায় এক দশক পরে যিনি জাতীয় প্রত্যাবর্তন ঘটিয়ে সফল হয়েছেন। যেমন ঝাড়খণ্ডের সৌরভ তিওয়ারি। দেশের হয়ে মাত্র তিনটে ওয়ান ডে খেলা সৌরভ মনে করেন, এখনও নীল জার্সি ফিরে পাওয়ার সুযোগ আছে তাঁর।
ওয়ান ডে অধিনায়কের গ্যালারি-উপস্থিতি নিঃসন্দেহে তাঁদের আরও তাতিয়ে রাখবে।