কুম্বলের রেকর্ড স্পর্শ করে রঙ্গনা হেরথ। ছবি: এপি।
টেস্ট ক্রিকেটে আরও একটি মাইল ফলক স্পর্শ করলেন তারকা স্পিনার রঙ্গনা হেরাথ। নিজের ঘূর্ণির মায়াজালে হেরাথ ছুঁলেন কিংবদন্তি লেগ স্পিনার অনিল কুম্বলেকে। জিম্বাবোয়ের বিরুদ্ধে একটি মাত্র টেস্টে কুম্বলের এই রেকর্ড স্পর্শ করেন রঙ্গনা।
আরও পড়ুন: ন’মাস পর টেস্ট দলে ফিরলেন শিখর ধবন
প্রথম ইনিংস থেকেই রঙ্গনার ঘূর্ণির সামনে বেশ নড়বড়ে দেখায় জিম্বাবোয়ের ব্যাটিংকে। রঙ্গনার বাঁ-হাতের ভেল্কি খেলা তো দূরের কথা, বুঝেই উঠতে পারছিলেন না চাকাভা-মাসাকাডজারা। প্রথম ইনিংসে ১১৬ রানের বিনিময়ে রঙ্গনা তুলে নেন পাঁচটি উইকেট।
এই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে দ্বিতীয় ইনিংসেও। ১৩৩ রানে ছয় উইকেট নিয়ে আরও এক বার মেরুদন্ড ভেঙে দেন আফ্রিকান দলটির। আর এর পরই কুম্বলের রেকর্ড স্পর্শ করে বিশ্ব সেরাদের তালিকায় নিজের নাম নথিভুক্ত করেন রঙ্গনা হেরাথ। শুধু তাই নয়, টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক দশ উইকেট সংগ্রহকারিদের তালিকাতেও জায়গা করে নেন হেরাথ।
টেস্ট ক্রিকেটে এক ম্যাচে দশ উইকেট
১) মুথাইয়া মুরলীধরন ১৩৩ টেস্টে ২২ বার।
২) শেন ওয়ার্ন ১৪৫ টেস্টে ১০ বার।
৩) স্যার রিচার্ড হ্যাডলি ৮৬ টেস্টে ৯ বার।
৪) রঙ্গনা হেরাথ ৮১ টেস্টে ৮ বার।
৫)অনিল কুম্বলে ১৩২ টেস্টে ৮ বার।