Ramnaresh Sarwan

গেলকে জবাব সারওয়ানের

গেল-এর অভিযোগ ছিল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দল জামাইকা তালাওয়াহস থেকে ছিটকে দেওয়ার জন্য সারওয়ানই দায়ী। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ মে ২০২০ ০৪:৪৭
Share:

ছবি: সংগৃহীত।

সোশ্যাল মিডিয়ায় তাঁর বিরুদ্ধে এক সময়ের সতীর্থ ক্রিস গেল ক্ষোভ প্রকাশ করার পরে মুখ খুললেন রামনরেশ সারওয়ান। গেল-এর অভিযোগ ছিল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দল জামাইকা তালাওয়াহস থেকে ছিটকে দেওয়ার জন্য সারওয়ানই দায়ী।

Advertisement

সারওয়ান অবশ্য সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। ‘‘২০২০ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে জামাইকা তালাওয়াহসের গেলকে দলে না নেওয়ার সিদ্ধান্তের নেপথ্যে আমার কোনও ভূমিকা ছিল না,’’ ফেসবুকে বলেছেন সারওয়ান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে এ ভাবে তাঁকে বাদ দেওয়ার জন্য সারওয়ানকে ‘সাপ’ এর সঙ্গে তুলনা করেছিলেন গেল। এমনকী এ-ও বলেছিলেন সারওয়ান ‘‘করোনার চেয়েও খারাপ।’’

সারওয়ান অবশ্য বলছেন, ‘‘গেলের সঙ্গে আমি খেলোয়াড় জীবনের শুরু থেকেই খেলেছি। ওকে আমি সম্মান করি অসাধারণ প্রতিভাধর হিসেবে, সতীর্থ হিসেবে এবং সব চেয়ে বড় কথা বন্ধু হিসেবে। তাই গেলের এই অভিযোগ শুনে আমি চমকে গিয়েছি।’’ তালাওয়াহসের তরফ থেকেও বলা হয়েছে, গেলকে দলে না রাখার সিদ্ধান্তের পিছনে সারওয়ানের কোনও ভূমিকা নেই। ‘‘গেলকে দলে না রাখার জন্য অনেক কারণ রয়েছে। এই সিদ্ধান্ত সম্মিলিত ভাবে দলের মালিক এবং ম্যানেজমেন্ট নিয়েছে। এর মধ্যে রামনরেশ সারওয়ান ছিলেন না। এই সিদ্ধান্ত পুরোপুরি ব্যবসায়িক এবং ক্রিকেটীয় দিক থেকে নেওয়া হয়েছে,’’ তাদের সরকারি ওয়েবসাইটে বিবৃতি দিয়ে জানিয়েছিল তালাওয়াহস।

Advertisement

আরও পড়ুন: স্মিথের চেয়ে কোহালিকে এগিয়ে রাখছেন চ্যাপেল

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement