রাহুল দ্রাবিড়। ফাইল ছবি
শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের কোচ হয়ে যেতে পারেন রাহুল দ্রাবিড়। বৃহস্পতিবার সকাল থেকে এই সম্ভাবনা ছড়িয়ে পড়ার পর থেকেই উত্তাল নেটমাধ্যম। অনেকেই মনে করছেন, পূর্ণাঙ্গ কোচ হওয়ার পর প্রথম পা বাড়িয়ে রাখলেন দ্রাবিড়।
আগামী জুলাইয়ে শ্রীলঙ্কার সীমিত ওভারের সিরিজ খেলতে যাবে ভারত। তখন ইংল্যান্ডে টেস্টে সিরিজের প্রস্তুতি নেবে ভারতের মূল দল। ফলে প্রথম সারির বেশিরভাগ ক্রিকেটারই তখন ইংল্যান্ডে থাকবেন। কোচ রবি শাস্ত্রীও। তাই শ্রীলঙ্কায় কোচ হয়ে সাদা বলের বিশেষজ্ঞদের নিয়ে যেতে পারেন দ্রাবিড়। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি রয়েছে শাস্ত্রীর। তারপরেই দ্রাবিড়কে বিরাট কোহলীদের কোচ হিসেবে দেখতে চান নেটাগরিকরা।
কেউ লিখেছেন, ‘রাহুল দ্রাবিড়কে কোচ হতে দেখলে রবি শাস্ত্রীর বুকের ধুকপুকুনি আরও বেড়ে যাবে’। কেউ লিখেছেন, ‘অবশেষে এই বছরটায় ভাল কিছু হচ্ছে। ক্রিকেটের ঈশ্বরকে ধন্যবাদ। মিস্টার ডিপেন্ডেবলকে এবার কোচের পদে দেখা যাবে’। অনেকে আবার দ্রাবিড় অভিনীত বহুল প্রচারিত বিজ্ঞাপন থেকে লাইন ধার করে লিখেছেন, ‘এবার ইন্দিরানগরের গুন্ডার আসল রূপ দেখা যাবে’।