Rahul Dravid

স্বার্থ সংঘাতের অভিযোগ থেকে মুক্ত রাহুল দ্রাবিড়

দ্রাবিড়ের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ এনেছিলেন মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থার লাইফ মেম্বার সঞ্জীব গুপ্ত। তিনি বলেছিলেন, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ডিরেক্টর থাকা ছাড়াও ইন্ডিয়া সিমেন্টস গ্রুপের ভাইস-প্রেসিডেন্ট দ্রাবিড়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০১৯ ১২:০৪
Share:

স্বস্তি দ্রাবিড়ের জন্য। —ফাইল চিত্র।

স্বার্থের সংঘাতের অভিযোগ থেকে মুক্তি পেলেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান রাহুল দ্রাবিড়। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ওম্বুডসম্যান তথা এথিকস অফিসার ডিকে জৈন তাঁকে এই অভিযোগ থেকে মুক্ত করেছেন।

Advertisement

সংবাদ সংস্থাকে জৈন সাফ বলেছেন যে, দ্রাবিড়ের ক্ষেত্রে তিনি স্বার্থের সংঘাতের কোনও প্রমাণ পাননি। এই ব্যাপারে রায় দেওয়ার পর তিনি বলেছেন, “আমি নিশ্চিত যে এ ক্ষেত্রে স্বার্থের সংঘাত ঘটছে না। এই অভিযোগের কোনও সারবত্তা নেই। তাই এই অভিযোগ নাকচ করা হল। এই রায় রাহুল দ্রাবিড়, অভিযোগকারী ও বিসিসিআই-কে জানিয়ে দেওয়া হয়েছে।”

দ্রাবিড়ের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ এনেছিলেন মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থার লাইফ মেম্বার সঞ্জীব গুপ্ত। তিনি বলেছিলেন, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ডিরেক্টর থাকা ছাড়াও ইন্ডিয়া সিমেন্টস গ্রুপের ভাইস-প্রেসিডেন্ট দ্রাবিড়। আর ইন্ডিয়া সিমেন্টস হল আইপিএলে চেন্নাই সুপার কিংসের অন্যতম মালিক। সেই অভিযোগের ভিত্তিতেই দ্রাবিড়কে নোটিস দিয়েছিলেন বোর্ডের এথিকস অফিসার। দ্রাবিড় নিজের বক্তব্যে জানান যে, তিনি তাঁর কর্মস্থল থেকে ছুটি নিয়েছেন।

Advertisement

আরও পড়ুন: সকালের ধাক্কা সামলে ময়াঙ্ক-রাহানে জুটিতে এগোচ্ছে ভারত​

আরও পড়ুন: বছর দশেক আগেই দীপকের প্রতিভা চিনেছিলেন, চর্চায় আকাশ চোপড়ার পুরনো টুইট

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement