ফের সম্মুখ-সমরে ওয়ারিঙ্কা এবং নাদাল। ছবি: সংগৃহীত।
ফরাসি ওপেনের ফাইনালে পৌঁছলেন রাফায়েল নাদাল। সেমিফাইনালে ডমিনিক থিয়েমকে ৬-৩,৬-৪,৬-০ সেটে হারিয়ে ফাইনালের টিকিট কব্জা করলেন নাদাল। রবিবাসরীয় ফাইনালে স্টান ওয়ারিঙ্কার মুখোমুখি তিনি।
জকোভিচের পর এ বার অ্যান্ডি মারে। কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গিয়েছিলেন নোভাক জকোভিচ। এ বার স্টান ওয়ারিঙ্কার কাছে সেমিফাইনালে হেরে বিদায় নিলেন বিশ্বের এক নম্বর অ্যান্ডি মারে। ফ্রেঞ্চ ওপেনে অঘটন ঘটেই চলেছে। শুক্রবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে মারেকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেন ফাইনালে পৌঁছে গেলেন ওয়ারিঙ্কা। ম্যাচের ফল ৬-৭ (৬)। ৬-৩, ৫-৭, ৭-৬ (৩), ৬-১।
আরও খবর: ‘কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট’এর জালে রাহুল দ্রাবিড়
ওয়ারিঙ্কা শুধু জিতলেন এমনটা নয়। ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে পৌঁছে ইতিহাস রচনা করলেন তিনি। গত ৪৪ বছরে সব থেকে বেশি বয়ষ্ক প্লেয়ার যিনি ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠলেন। ৩২ বছরের ইউএস ওপেন চ্যাম্পিয়ন ওয়ারিঙ্কা ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে পৌঁছতে সময় নিয়েছেন চার ঘণ্টা ৩৪ মিনিট। রবিবার চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম টাইটেলের লক্ষ্যে নামবেন তিনি।
প্রথম সেটে হেরেই শুরু করেছিলেন ওয়ারিঙ্কা। টাইব্রেকারে সেই সেচ জিতে নেন মারে। দ্বিতীয় সেটে জয়ে ফিরে আবার তৃতীয় সেটে হারের মুখ দেখতে হয় তাঁকে। কিন্তু চতুর্থ ও পঞ্চম সেট জিতে শেষ হাসি হাসেন স্টান ওয়ারিঙ্কাই। ২০১৭র ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়নকে ফাইনালে খেলতে হবে রাফায়েল নাদালের সঙ্গে।
রবিবারের ফাইনালে কার মাথায় উঠবে ফরাসি ওপেনের তাজ এখন সেটাই দেখার।