প্রত্যাবর্তনে হার নাদালের ছবি রয়টার্স
চোট সারিয়ে কোর্টে ফেরার অভিজ্ঞতা সুখকর হল না রাফায়েল নাদালের। প্রথম ম্যাচেই হেরে গেলেন তিনি। ওয়েস্টার্ন অ্যান্ড সাদার্ন ওপেনে তিনি বোরনা কোরিচের কাছে ৬-৭, ৬-৪, ৩-৬ গেমে হেরে গেলেন। তবে চিন্তায় নেই স্প্যানিশ টেনিস তারকা। জানালেন, ইউএস ওপেনে পুরনো ছন্দেই দেখা যাবে তাঁকে।
উইম্বলডনের সেমিফাইনালে পেশিতে চোট পাওয়ায় নিক কিরিয়সের বিরুদ্ধে কোর্টে নামেননি নাদাল। তার পর এই প্রথম কোনও ম্যাচ খেললেন। চোট বা অস্বস্তির কোনও চিহ্ন দেখা যায়নি তাঁর খেলায়। সার্ভ নিয়েও সমস্যা হয়নি। নাদালের সামনে সুযোগ রয়েছে ইউএস ওপেন জিতে ২৩তম গ্র্যান্ড স্ল্যাম ঘরে ঢোকানোর। তবে প্রথম ম্যাচে হার কিছুটা হলেও মানসিক ধাক্কা দিল তাঁকে।
নাদালের কথা শুনলে অবশ্য তা বোঝা যাবে না। কোথায় কোথায় উন্নতি করতে হবে সেটা এখন থেকেই বুঝে গিয়েছেন তিনি। বলেছেন, “আরও অনুশীলন করতে হবে। রিটার্ন করতে হবে ভাল করে। সময় লাগবে। দীর্ঘ দিন বাইরে থাকার পর প্রথম ম্যাচ জিততে পারলে ভালই লাগে। তবে আজকের ম্যাচ জেতার জন্য তৈরি ছিলাম না। এই চোট সামলানো সহজ ব্যাপার নয়। ধাপে ধাপে এগোতে হবে।”