বার্সেলোনায় একাদশতম মুকুট জয়

ক্লে কোর্টে রাজা সেই রাফাই

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৬৩ নম্বর গ্রিসের স্টেফানোস টিটিপাস নাদালকে খুব একটা সমস্যায় ফেলতে পারবেন না, ধরেই নিয়েছিলেন অনেকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৮ ১৬:১৭
Share:

অপ্রতিরোধ্য: বার্সেলোনা ওপেন ট্রফি নিয়ে নাদাল। রবিবার। ছবি: রয়টার্স

১১ সংখ্যাটাই যেন এ বার পাখির চোখ রাফায়েল নাদালের। ১১ নম্বর মন্টি কার্লো জিতেছেন ক’দিন আগেই, জুনে ১১ নম্বর ফরাসি ওপেন জয়ের লক্ষ্যে নামবেন তিনি, তার আগে রবিবার বার্সেলোনা ওপেনও জিতলেন প্রত্যাশিত ভাবে। সেটাও এই প্রতিযোগিতায় তাঁর ১১ নম্বর খেতাব।

Advertisement

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৬৩ নম্বর গ্রিসের স্টেফানোস টিটিপাস নাদালকে খুব একটা সমস্যায় ফেলতে পারবেন না, ধরেই নিয়েছিলেন অনেকে। ঠিক সেটাই হল। রবিবার ফাইনালে ৬-২, ৬-১ গ্রিসের তরুণকে উড়িয়ে দেন বিশ্বের এক নম্বর নাদাল। সঙ্গে ক্লে কোর্টে টানা ৪৬টি সেট জেতার নজির গড়ে ফেলেন।

এই প্রতিযোগিতাতেই সেমিফাইনালে ডেভিড গফিনকে হারিয়ে নাদাল ক্লে কোর্টে তাঁর ৪০০তম ম্যাচ জিতে নজির গড়েছিলেন। নাদালের আগে তিন জন এই রেকর্ড করলেও ম্যাচ জয়-হারের দিক থেকে নাদাল সবচেয়ে এগিয়ে।

Advertisement

ক্লে কোর্টে ৪০১ নম্বর ম্যাচ জেতার পরে নাদালের গত দশটি বার্সেলোনা ওপেন জয়ের বিশেষ একটি ভিডিয়ো দেখানো হয়। নাদাল বলেন, ‘‘ভিডিওটা দেখে খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। এ রকম একটা কেরিয়ার হবে আমার, স্বপ্নেও কখনও ভাবিনি। গত বছর ওরা আমার দশটা খেতাব জেতার ভিডিয়ো করেছিল। পরের বার ১১টা খেতাবের ভিডিয়ো করতে হবে। এ সব দেখে মনে হচ্ছে, আমারও বয়স বাড়ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement