Rafael Nadal

হার রাফার, আন্ডারআর্ম সার্ভ বিতর্কে মেদভেদেভ

সোমবার রাশিয়ার তারকা মেদভেদেভ স্ট্রেট সেটে হারান হারান আলেকজান্ডার জ়েরেভকে। ফল ৬-৩, ৬-৪।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২০ ০৪:৩৩
Share:

চর্চায়: সোমবার ম্যাচে মেদভেদেভের সেই ‘আন্ডারআর্ম’ সার্ভ। টুইটার

মরসুম শেষের এটিপি ফাইনালস প্রতিযোগিতায় প্রথম ম্যাচে দুরন্ত জয়ের পরে মঙ্গলবার হারলেন রাফায়েল নাদাল। যুক্তরাষ্ট্র ওপেন চ্যাম্পিয়ন ডমিনিক থিম ৭-৬ (৭), ৭-৬ (৪) ফলে জেতেন নাদালের বিরুদ্ধে। এই হারের পরে নাদালকে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে পরের ম্যাচে স্টেফানোস চিচিপাসকে হারাতেই হবে। এই প্রতিযোগিতাতেই আবার ‘আন্ডারআর্ম’ সার্ভ করে সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে এখন দানিল মেদভেদেভ।
নাদালকে আক্রমণাত্মক টেনিসে হারানোর পরে থিম বলেছেন, ‘‘ইন্ডোর বা আউটডোর দুই কোর্টের ক্ষেত্রেই এই ম্যাচটা আমার অন্যতম সেরা। এই ছন্দটাই ধরে রাখতে হবে। সেটাই লক্ষ্য।’’ নাদাল হারের পরেও হতাশ নন। তিনি বলেছেন, ‘‘হারলেও অনেক সুযোগ পেয়েছি। নিজের খেলায় খুশি। দারুণ খেলেছে ডমিনিক। ওকে অভিনন্দন।’’
সোমবার রাশিয়ার তারকা মেদভেদেভ স্ট্রেট সেটে হারান হারান আলেকজান্ডার জ়েরেভকে। ফল ৬-৩, ৬-৪। এই সার্ভ যদিও নিয়মসম্মত, তবু অনেকে মনে করেন বিপক্ষের জন্য অসম্মানজনক। দ্বিতীয় সেটে মেদভেদেভ ৪-৩ এগিয়ে থাকার সময় আন্ডারআর্ম সার্ভ করেন জ়েরেভকে। সেই পয়েন্টও জেতেন তিনি। ম্যাচের পরে মেদভেদেভ বলেছেন, ‘‘আমি তো ৪০-০ পয়েন্টে বিপক্ষকে বিদ্রুপ করার জন্য এই সার্ভ করিনি। ৩০-৩০ পয়েন্টে করেছি। ওই পয়েন্ট জিততে, ম্যাচটা জিততে। এখানে অসম্মান করার মতো কিছু দেখছি না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement