rafael nadal

রাফার চিন্তা সিডনির গরম

শনিবার প্রথম সেমিফাইনালে জেতে সার্বিয়া। রাশিয়ার দানিয়েল মেদভেদেভের বিরুদ্ধে নোভাক জোকোভিচের ‘ট্যাকটিক্যাল’ টেনিস দারুণ কাজে আসে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২০ ০৫:২২
Share:

রাফায়েল নাদাল।

উদ্বোধনী এটিপি কাপ ফাইনালে লড়াই রাফায়েল নাদালের স্পেনের সঙ্গে নোভাক জোকোভিচের সার্বিয়ার। শনিবার সিডনিতে স্পেনের দ্বিতীয় সিঙ্গলসে প্রথম সেটটি স্পেনীয় মহাতারকা হেরে বসেন অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনরের কাছে। তবে দারুণ ভাবে ম্যাচে ফিরে পরের দু’টি সেট তিনি জিতে নেন। নাদালের পক্ষে ফল ৪-৬, ৭-৫, ৬-১। তার আগে স্পেনের প্রথম সিঙ্গলস সহজে জেতেন রবের্তো বাইতিস্তা আগুত। হারান টেনিসের ‘খারাপ ছেলে’ নিক কিরিয়সকে। ফল ৬-১, ৬-৪। টাইয়ে ডাবলস ম্যাচের দরকার পড়েনি।

Advertisement

শনিবার প্রথম সেমিফাইনালে জেতে সার্বিয়া। রাশিয়ার দানিয়েল মেদভেদেভের বিরুদ্ধে নোভাক জোকোভিচের ‘ট্যাকটিক্যাল’ টেনিস দারুণ কাজে আসে। সার্বিয়ার মহাতারকা জেতেন ৬-১, ৫-৭, ৬-৪। তার আগেই প্রথম সিঙ্গলসে সার্বিয়াকে ১-০ এগিয়ে দেন দুসান লাজোভিচ। এ দিকে, নাদাল বলেছেন, ‘‘নোভাককে হারানো সব সময়ই কঠিন। আরও কঠিন এখানকার প্রচণ্ড গরমের জন্য।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement