মারিনের বিরুদ্ধে নামতে হবে না সিন্ধুকে। ফাইল ছবি
জীবনের প্রথম অল ইংল্যান্ড ওপেন জয়ের পথ আরও প্রশস্ত হল পি ভি সিন্ধুর সামনে। সোমবার প্রতিযোগিতা থেকে নাম তুলে নিলেন স্পেনের খেলোয়াড় ক্যারোলিনা মারিন। অলিম্পিকে সোনাজয়ী এই ব্যাডমিন্টন খেলোয়াড় জানিয়েছেন, চোটের কারণেই এই সিদ্ধান্ত। আগেই নাম তুলে নিয়েছিলেন চিনা তাইপেইয়ের তাই জু ইং।
টুইটারে মারিন লিখেছেন, “সুইস ওপেনে চোট পাওয়ায় আসন্ন অল ইংল্যান্ড ওপেনে না খেলার সিদ্ধান্ত নিয়েছি। খুব শীঘ্রই কোর্টে ফিরব। আমি এবং আমার দলের মনে হয়েছে, চোটের যত্ন নেওয়া এই মুহূর্তে বেশি গুরুত্বপূর্ণ।”
গত রবিবার সুইস ওপেনের ফাইনালে সিন্ধুকে উড়িয়ে দিয়েছিলেন মারিন। যেহেতু অলিম্পিক্সের যোগ্যতাঅর্জন পর্বের অংশ নয় অল ইংল্যান্ড ওপেন, তাই মারিন এমন সিদ্ধান্ত নিলেন বলে মনে করা হচ্ছে।
মারিন নাম তুলে নেওয়ায় সিন্ধুর কাজ সহজ হয়ে গেল। সেমিফাইনালে মারিনের মুখোমুখি হওয়ার সম্ভাবনা ছিল তাঁর। যদি কোয়ার্টার ফাইনালে আকানে ইয়ামাগুচিকে হারাতে পারেন, তাহলে সহজেই ফাইনালে চলে যাবেন সিন্ধু। সেখানে তাঁর জন্যে অপেক্ষা করতে পারেন রাতচানক ইন্তানন, সাইনা নেহওয়াল বা নোজোমি ওকুহারা।