ছেলেদের সিঙ্গলসেও জয় দিয়ে শুরু করেছেন ভারতীয় তারকারা। শ্রীকান্ত জেতেন ২১-১৮, ২১-১৬ ব্যবধানে। দ্বিতীয় রাউন্ডে শ্রীকান্তের সামনে ইন্দোনেশিয়ার সিনিসুকা গিন্টিং। তিনি প্রথম রাউন্ডে ভারতের পারুপল্লী কাশ্যপকে হারিয়েছেন। অন্য দিকে লক্ষ্য ২১-১৭, ২১-৭ ব্যবধানে হারান সৌরভ বর্মাকে। দ্বিতীয় রাউন্ডে লক্ষ্যর প্রতিপক্ষ ডেন অ্যান্ডার্স আন্টনসেন।
প্রথম রাউন্ডে জিতলেন ভারতীয় তারকারা ফাইল চিত্র।
অল ইংল্যান্ড ব্যাডমিন্টন প্রতিযোগিতার প্রথম রাউন্ডে জয় পেলেন ভারতীয় তারকা সাইনা নেহওয়াল, পিভি সিন্ধু, কিদম্বি শ্রীকান্ত ও লক্ষ্য সেন।
প্রথম রাউন্ডের ম্যাচে স্পেনের বিয়াট্রিজ কোরালেসকে ২১-১৭, ২১-১৯ ব্যবধানে হারান সাইনা। ৩৮ মিনিটে ম্যাচ জেতেন তিনি। দ্বিতীয় রাউন্ডে জাপানের আকানে ইয়ামাগুচির বিরুদ্ধে খেলবেন তিনি। অন্য দিকে প্রথম রাউন্ডের ম্যাচে সহজ জয় পেয়েছেন সিন্ধুও। ৪২ মিনিটের ম্যাচে তিনি ২১-১৮, ২১-১৩ ব্যবধানে হারিয়েছেন চিনের ঝি উই ওয়াংকে। পরের রাউন্ডে জাপানের সায়াকা তাকাহাসির বিরুদ্ধে খেলতে নামবেন সিন্ধু। দু’জনেই নিজেদের গ্রুপ পর্বের সব ম্যাচ জিতলে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবেন সিন্ধু-সাইনা।
ছেলেদের সিঙ্গলসেও জয় দিয়ে শুরু করেছেন ভারতীয় তারকারা। শ্রীকান্ত জেতেন ২১-১৮, ২১-১৬ ব্যবধানে। দ্বিতীয় রাউন্ডে শ্রীকান্তের সামনে ইন্দোনেশিয়ার সিনিসুকা গিন্টিং। তিনি প্রথম রাউন্ডে ভারতের পারুপল্লী কাশ্যপকে হারিয়েছেন। অন্য দিকে লক্ষ্য ২১-১৭, ২১-৭ ব্যবধানে হারান সৌরভ বর্মাকে। দ্বিতীয় রাউন্ডে লক্ষ্যর প্রতিপক্ষ ডেন অ্যান্ডার্স আন্টনসেন।
বাকিদের মধ্যে ভারতীয় খেলোয়াড় বি সাই প্রনীথ অলিম্পিক্সে সোনাজয়ী ভিক্টর অ্যাক্সেলসেনের কাছে হেরেছেন। এইচ এস প্রণয় হেরেছেন তাইল্যান্ডের কুনলাভুট ভিতিসার্নের কাছে। নেদারল্যান্ডসের মার্ক কালিজউয়ের কাছে হেরেছেন সমীর বর্মা।