চ্যাম্পিয়ন হওয়ার পথে পিভি সিন্ধু। —নিজস্ব চিত্র।
আবারও সেরার লক্ষ্যে সিন্ধু। সামনে মাত্র একটাই হার্ডল, বিশ্বের এক নম্বর তাই জু ইং। তার আগে শনিবার তাইল্যান্ডের রাচানক ইন্তাননকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালে পৌঁছে গেলেন ভারতের পিভি সিন্ধু। হংকং ওপেন সুপার সিরিজের শুরু থেকেই আবারও সেরা হওয়াক ইঙ্গিত দিয়েই রেখেছিলেন সিন্ধু। সেই পথের প্রায় শেষ ধাপে পৌঁছে গিয়েছেন।
আরও পড়ুন
অন্যদের পিছনে লাইনে দাঁড়ালেন রাহুল, টুইটারে প্রশংসার বন্যা
শনিবার সেমিফাইনালে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি সিন্ধু। ৪৩ মিনিটের লড়াইয়ের শেষে খেলার ফল সিন্ধুর পক্ষে ২১-১৭, ২১-১৭। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন সিন্ধু। শেষ পর্যন্ত সেই খেলাই ধরে রেখে বাজিমাত হায়দরাবাদি কন্যার। প্রথম গেমে পিছিয়ে পড়েছিলেন কিন্তু সঙ্গে সঙ্গেই দ্বিতীয় গেমে খেলায় ফেরেন। এই প্রতিযোগিতায় ভারতের একমাত্র আশা তিনিই। সাইনা নেহওয়াল, এইচএস প্রণয়রা ছিটকে গিয়েছেন। সিন্ধুর হাত ধরে এ বার হংকং ওপেন সুপার সিরিজ দেখছে ভারতীয় ব্যাডমিন্টন।