badminton

PV Sindhu: মালয়েশিয়ায় জিতে শুরু সিন্ধু, কাশ্যপের, হেরে গেলেন সাইনা

মালয়েশিয়া ওপেন ব্যাডমিন্টনে নেমেছিলেন ভারতের খেলোয়াড়রা। সিন্ধু এবং কাশ্যপ জিতলেও সাইনা হেরে গিয়েছেন। মিক্সড ডাবলস জুটিও হেরেছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ জুন ২০২২ ১৭:৩৭
Share:

সিন্ধুর জয়, সাইনার হার।

মালয়েশিয়া ওপেনে শুরুটা ভালই হল পিভি সিন্ধু এবং পারুপল্লি কাশ্যপের। ভারতের দুই খেলোয়াড়ই দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। তবে হেরে গেলেন সাইনা নেহওয়াল। মিক্সড ডাবলসে ভারতের জুটি রেড্ডি এবং অশ্বিনী পোনাপ্পাও হেরে গিয়েছেন।

Advertisement

প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন সিন্ধু ২১-১৩, ২১-১৭ হারিয়েছেন তাইল্যান্ডের পর্নপাউই চোচুয়ংকে। সাইনা ১১-২১, ১৭-২১ হেরে যান আমেরিকার আইরিস ওয়াংয়ের কাছে। তাঁর স্বামী তথা প্রাক্তন কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন কাশ্যপ ২১-১২, ২১-১৭ জিতেছেন কোরিয়ার হিয়ো কোয়াং হি-র বিরুদ্ধে। সুমিত এবং পোনাপ্পা ১৫-২১, ২১-১৯, ১৭-২১ হেরেছেন নেদারল্যান্ডসের জুটি রোবিন তাবেলিং এবং সেলেনা পিয়েকের বিরুদ্ধে।

মুখোমুখি হওয়ার আগে চোচুয়ংয়ের থেকে ৫-৩ ব্যবধানে এগিয়েছিলেন সিন্ধু। শেষ বার ২০২১ বিশ্ব চ্যাম্পিয়নশিপে জিতেছিলেন প্রতিপক্ষের বিরুদ্ধে। প্রথম সেটে দুর্দান্ত কোর্ট কভারেজ ছিল সিন্ধু। র‌্যালিতে সিন্ধুকে টেক্কা দিলেও কিছুতেই পয়েন্ট কাড়তে পারছিলেন না চোচুয়ং। দ্বিতীয় সেটের শুরুর দিকে চোচুয়ং দু’টি ভুল করলেও দ্রুত খেলায় ফিরে আসেন এবং একের পর পয়েন্ট নিয়ে সিন্ধুকে বিপদে ফেলে দেন। এক সময় তিনি ১৬-১০ পয়েন্টে এগিয়েছিলেন। সেখান থেকে খেলা ধরেন সিন্ধু। ১৭-১৭ করে ফেলেন। সেখান থেকে ম্যাচও পকেটে পুরে নেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement