ফাইনাল শেষে পদক হাতে দুই ফাইনালিস্ট পিভি সিন্ধু ও ইয়ামাগুচি। ছবি: এএফপি।
দুরন্ত লড়াই করেও থামতে হল পিভি সিন্ধুকে। দুবাই ওয়ার্ল্ড সুপার সিরিজের ফাইনালে জামানের আকানে ইয়ামাগুচির কাছে ২১-১৫, ১২-২১, ১৯-২১এ হার মানতে হল সিন্ধুকে।
সেমিফাইনালে চিনের চেনইউফেকে হারিয়ে ফাইনালে পৌঁছেছিলেন সিন্ধু। কিন্তু ফাইনালের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হার মেনে নিতে হল তাঁকে। প্রথম গেমে এগিয়েছিলেন সিন্ধুই। ২১-১৫তে জিতেও নিয়েছিলেন তিনি। কিন্তু দ্বিতীয় গেম থেকেই ঘুরে দাঁড়ান ইয়ামাগুচি। এবং পরের দুটো গেম নিজের নামে লিখে নেন।
ম্যাচে তেমনভাবে কোনও ভুল না করলেও দ্বিতীয় গেম থেকেই ক্লান্ত হয়ে পড়েছিলেন সিন্ধু। তৃতীয় গেমে তাও লড়াই দিয়েছিলেন। শেষ মুহূর্তে বাজিমাত ইয়ামাগুচির। পুরো ম্যাচে লং র্যালি চলে। ৩১ থেকে ৫১টি করে শট খেলা হয়। বেশ কিছু ক্ষেত্রে দু’জনকেই ক্লান্ত হয়ে পড়তে দেখা গিয়েছে।
আরও পড়ুন
শীতের ডিসেম্বরে ম্যারাথন উত্তাপে মাতল তিলোত্তমা
এই নিয়ে তিনটি মেজর ফাইনালে হারতে হল সিন্ধুকে। অলিম্পিকের পর গ্লাসগো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। ইয়ামাগুচির বিরুদ্ধে খেলতে নেমেছিলেন ৫-২ হেড টু হেড ফল নিয়ে। গ্রুপের শেষ ম্যাচে শুক্রবার এই ইয়ামাগুচিকেই হারিয়েছিলেন সিন্ধু। এই নিয়ে এই বছর চতুর্থ সুপার সিরিজ ফাইনাল খেললেন সিন্ধু। তিনিই দ্বিতীয় ভারতীয় যিনি দুবাই ওপেনে রুপো জিতলেন।