হেরে সমস্যায় সিন্ধু

ব্যাডমিন্টন জীবনের প্রথম ওয়ার্ল্ড সুপার সিরিজ ফাইনালসে গ্রুপের দ্বিতীয় ম্যাচে হেরে গেলেন পুসারলা বেঙ্কট সিন্ধু।

Advertisement
দুবাই শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৬ ০৪:২০
Share:

ব্যাডমিন্টন জীবনের প্রথম ওয়ার্ল্ড সুপার সিরিজ ফাইনালসে গ্রুপের দ্বিতীয় ম্যাচে হেরে গেলেন পুসারলা বেঙ্কট সিন্ধু। অলিম্পিক্স রুপোজয়ী প্রথম ভারতীয় ব্যাডমিন্টন তারকা এ দিন ১৫-২১, ১৭-২১ হেরে গেলেন চিনের সুন ইউ-র কাছে।

Advertisement

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ছয় নম্বর সুনের বিরুদ্ধে প্রথম গেমে বিশ্বের দশ নম্বর সিন্ধু এক বারের জন্যও ‘লিড’ নিতে না পারলেও পরের গেমের প্রায় পঁচাত্তর ভাগ অংশে এগিয়ে ছিলেন। কিন্তু রিও ফাইনালের মতোই ম্যাচের শেষের দিকে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ১৭-র বেশি আর এগোতে পারেননি। গ্রুপের শেষ ম্যাচে সিন্ধুর লড়াই ক্যারোলিনা মারিনের সঙ্গে। যার বিরুদ্ধেই রিও ফাইনালের চূড়ান্ত মুহূর্তে ছন্দ হারিয়ে বসেছিলেন সিন্ধু।

তবে অলিম্পিক্স সোনাজয়ী স্প্যানিশ বাঁ-হাতি এখানে গ্রুপের প্রথম ম্যাচে হেরে গিয়েছেন। অন্য দিকে তৃতীয় বাছাই সুন গ্রুপে পরপর দু’টো ম্যাচ জিতে সেমিফাইনালে কার্যত উঠে গেলেন। সিন্ধুর সেখানে জয়-হারের হিসেব ১-১। তাই বিশ্বচ্যাম্পিয়ন মারিনের বিরুদ্ধে ভারতীয় ব্যাডমিন্টন রানির লড়াই এখন মরণ-বাঁচনের!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement