সিন্ধুর চোটে হঠাৎ উদ্বেগ

আসন্ন কমনওয়েলথ গেমসে সোনা জেতার ব্যাপারে বড় দাবিদার সিন্ধু। চিন-জাপান না থাকায় মনে করা হচ্ছে সিন্ধুর প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন সাইনা নেহওয়ালই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৮ ০৪:১৭
Share:

পিভি সিন্ধু।

কমনওয়েলথ গেমস শুরুর দিন সাতেক আগে হঠাৎ করে সমস্যা তৈরি হল পি ভি সিন্ধু-কে নিয়ে। হায়দরাবাদে কোচ পুলেল্লা গোপীচন্দের অ্যাকাডেমিতে অনুশীলন করার সময় ডান গোড়ালিতে চোট পান সিন্ধু। তাঁকে সঙ্গে সঙ্গে এম আর আই করার জন্য নিয়ে যাওয়া হয়। তবে জানা গিয়েছে, চোট ততটা গুরুতর নয়।

Advertisement

আসন্ন কমনওয়েলথ গেমসে সোনা জেতার ব্যাপারে বড় দাবিদার সিন্ধু। চিন-জাপান না থাকায় মনে করা হচ্ছে সিন্ধুর প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন সাইনা নেহওয়ালই। কিন্তু প্রতিযোগিতা শুরুর দিন সাতেক আগে হঠাৎ চোট লাগায় উদ্বেগ তৈরি হয় সিন্ধুকে ঘিরে। সিন্ধুর বাবা পি ভি রামানা মঙ্গলবার সংবাদসংস্থাকে বলেছেন, ‘‘অ্যাকাডেমিতে অনুশীলন করার সময় সিন্ধু আজ গোড়ালিতে চোট পায়। একশো ভাগ নিশ্চিত থাকার জন্য ওর পায়ে এম আর আই করা হয়েছে। হাড় বা পেশিতে কোনও চোট লাগেনি। তাই মনে হয় চিন্তার কিছু নেই। আমরা কোনও রকম ঝুঁকি নিতে চাইনি।’’

রামানা জানিয়েছেন, একটা দিন বিশ্রামে থাকতে পারেন সিন্ধু। ‘‘এক দিন বিশ্রামের পরে আবার দৌড় শুরু করবে। কালকেও ও অ্যাকাডেমিতে যাবে, কিছু হালকা ব্যায়ামও করতে পারে। আমাদের হাতে এখনও সময় আছে। কমনওয়েলথ গেমসের শুরুতে টিম ইভেন্ট। তাই চিন্তার কিছু নেই,’’ বলেছেন বিশ্বের তিন নম্বর খেলোয়াড়ের বাবা। চার বছর আগে সিন্ধু গ্লাসগো কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ পেয়েছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement